Advertisement
Advertisement
Salman Khan

বিয়ে না করেই বাবা হবেন সলমন! ভাইজানের ইচ্ছে শুনে হতবাক নেটপাড়া

ঠিক কী বলেছিলেন সলমন?

Salman Khan opened up about wanting children | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 27, 2022 4:45 pm
  • Updated:December 27, 2022 4:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খান কি বিয়ে করবেন না! এর উত্তর শুধু সলমনই জানেন। কিন্তু বলিউডের ভাইজান সন্তানের বাবা হতে চান! ব্যাপারটা গোলমেলে ঠেকছে?
গপ্পোটা একটু বিশদে বলা যাক। মঙ্গলবার সদ্য ৫৭ এ পা দিয়েছেন সলমন খান (Salman Khan)। বলিউডের একেবারে এলিজেবল ব্যাচেলর। প্রেমও প্রচুর করেছেন। কিন্তু শেষমেশ টেকেনি কেউই। নিজেকে সিঙ্গলই রেখেছেন বহু বছর ধরে। তবে সলমন কিন্তু ঘোর সংসারী। বাচ্চাও ভালবাসেন। তাই তো বোন, ভাইয়ের বাচ্চাদের সঙ্গে সময় কাটান। কিন্তু নিজের সন্তান?

সলমন খান একটি সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ”আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! আমি কোনও মা চাই না। এ দিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন হয়। তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভাল হল এতে। আমারও সন্তানের অভাব নেই, মায়েরাও একা নন আর।”

Advertisement

[আরও পড়ুন: দিলদরিয়া হৃতিক, অসমে শুটিং করতে গিয়ে পাইলটকে নিজের জিমের সরঞ্জাম দিলেন অভিনেতা ]

অন্যদিকে খবর, সলমন নাকি প্রেম করছেন অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে। পূজার সঙ্গে নাকি শুটিংয়ের পরেও সময় কাটাচ্ছেন সলমন। জানা গিয়েছে, সলমনের ফার্ম হাউজেও নাকি দেখা গিয়েছে পূজাকে। একান্তে নাকি পূজা ও সলমন বেশ সময়ও কাটাচ্ছেন। তবে এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পূজা। অন্যদিকে, সলমন তো এই বিষয়ে কোনও কথা বলবেনই না। তবে বলিউডের হাওয়ায় কিন্তু সলমনের এই প্রেমের খবর ঝড় তুলেছে।

Advertisement

প্রসঙ্গত, দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিটি। এই ছবিতেও সলমনের বিপরীতে দেখা যাবে পূজাকে। সলমনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। প্রথমে ‘বীরম’ এর রিমেক হিসেবে ‘বচ্চন পাণ্ডে’ তৈরি করতে চেয়েছিলেন ফারহাদ। কিন্তু পরে আরেক তামিল ছবি ‘জিগরঠান্ডা’র রিমেক হিসেবে ছবিটি তৈরি করেন। আর নায়ক হিসেবে নেন অক্ষয় কুমারকে।

পরে যখন সলমন খানের সঙ্গে সিনেমা তৈরির পরিকল্পনা হয়, তখন ‘বীরম’ ছবির প্রস্তাব দেন ফারহাদ। প্রথমে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কভি ইদ কভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali)। কিছুদিন আগেই ছবির নাম পালটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ রাখা হয়।

[আরও পড়ুন: ৫৭ বছরে পা দিলেন সলমন, শুভেচ্ছা জানাতে মাঝরাতেই ভাইজানের বাড়িতে শাহরুখ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ