BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পরিচালকের সঙ্গে বচসা, নিজেই ছবি পরিচালনায় নামলেন সলমন খান!

Published by: Akash Misra |    Posted: April 8, 2022 6:39 pm|    Updated: April 8, 2022 7:14 pm

Salman Khan to Turn Director for Kabhi Eid Kabhi Diwali | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে জোর গুঞ্জন। প্রযোজনার পর এবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিতে চলেছেন সলমন খান (Salman Khan)। খবর অনুয়ায়ী, এবার নাকি ‘কভি ইদ কভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali) ছবি পরিচালনা করবেন সলমন নিজেই। কয়েকদিন আগেই খবরে এসেছিল সলমনের এই ছবি থেকে সরে এসেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সাজিদ সরে যাওয়ার পর সলমন নিজেই জানিয়ে ছিলেন, তিনিই এবার ‘কভি ইদ কভি দিওয়ালি’র প্রযোজনা করবেন। আর এবার শোনা যাচ্ছে, শুধু প্রযোজনা নয়, এই ছবির পরিচালকও তিনি।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির পরিচালক ফারহাদ সমজির সঙ্গে নাকি বচসায় মেতেছেন সলমন খান। আর তার ফলেই রাতারাতি সলমন ঠিক করে ফেললেন এই ছবির পরিচালনা তিনিই করবেন।

শুটিং ফ্লোর থেকে পাওয়া খবর অনুযায়ী, সলমন নাকি গত চার-পাঁচ বছর ধরে প্রত্যেক ছবিতেই পরিচালকের কাজে নাক গলাচ্ছেন। এমনকী, এডিটিং টেবিলে বসে সলমন নাকি এডিটরকেও নানা ধরনের টিপস দিতে থাকেন। তবে এবার আর টিপস নয়। বরং নিজেই পরিচালকের টুপি মাথায় পরে নিলেন সলমন।

[আরও পড়ুন: অসুস্থ বৃদ্ধাকে বিমানের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে দিলেন সোনু সুদ, আপ্লুত অনুরাগীরা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

শোনা যায়, ‘বাগি থ্রি’, ‘তড়প’ ও ‘বচ্চন পাণ্ডে’ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণেই নাকি সলমনের এই ছবি নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না সাজিদ। আর সেই কারণেই নাকি এই ছবি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত। তবে গুঞ্জনে শোনা যাচ্ছে সলমনের সঙ্গে নাকি বিবাদের জেরে সাজিদ এমনটি করেছেন।

কয়েক দিন আগেই সলমন শেয়ার করেছিলেন ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গেল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সলমন! চাদর সরাতেই দেখা গেল সলমনের টাইগার রূপ! যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

২০১২ সালে মুক্তি পায় সলমন-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ফিরে আসে এই জুটি। গুপ্তচর টাইগারের অ্যাকশন আর সলমন-ক্যাটরিনার জমজমাট প্রেম বক্স অফিস কাবু করে রেখেছিল। সেই ম্যাজিককে সঙ্গে নিয়েই ৫ বছর পর ফের হাজির সল্লু-ক্যাট জুটি। কয়েক মিনিটের টিজারেই ‘টাইগার থ্রি’ বুঝিয়ে দিল এবারও ইদের বক্স অফিস থাকবে সলমনের কবজায়। ২১ এপ্রিল, ইদের মরশুমেই মুক্তি পাবে সলমনের ‘টাইগার থ্রি’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগুতে।

[আরও পড়ুন: দক্ষিণী ছবিতে এবার বঙ্কিমের ‘আনন্দমঠ’, চিত্রনাট্য লিখলেন রাজামৌলির বাবা ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে