BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

অসুস্থ বৃদ্ধাকে বিমানের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে দিলেন সোনু সুদ, আপ্লুত অনুরাগীরা

Published by: Akash Misra |    Posted: April 8, 2022 2:42 pm|    Updated: April 8, 2022 2:42 pm

Sonu Sood Swapping His Business Class Seat With An Old Man For His Economy Seat | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নেটিজেনদের মন কেড়ে নিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। বিমানে এক বয়স্ক ব্যক্তির সাহায্য করে নজর কাড়লেন সোনু।

করোনাকালে সাধারণ মানুষদের সাহায্যের জন্য বহুবার এগিয়ে এসেছেন সোনু সুদ (Sonu Sood)। করোনা আবহে যখন গোটা দেশ স্তব্দ হয়েছিল, তখন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়ে ছিলেন সোনু। শুধু তাই নয়, কখনও গরীব মানুষকে বাড়ি তৈরির জন্য অর্থ সাহায্য করেছেন, কখনও আবার আর্থিক সাহায্য করেছেন দুঃস্থ পড়ুয়াদের। সাধারণ মানুষ তো সোনুকে ‘মসিহা’ বলেই ডাকতে শুরু করে দিয়েছিলেন। বলিউডের সেই মসিহাই এবার বিমানে এক বৃদ্ধর সাহায্য করে ফের বুঝিয়ে দিলেন, তিনি তারকার হলেও আদপে মাটির মানুষ।

ঠিক কী করেছেন সোনু?

খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা যাচ্ছিলেন সোনু সুদ। বিমান ওঠার সময় সোনু লক্ষ্য করেন এক বয়স্ক ব্যক্তি ঠিক করে হাঁটতে পারছেন না। সঙ্গে সঙ্গে বৃদ্ধর দিকে এগিয়ে যান সোনু। বৃদ্ধ ব্যক্তিকে ছেড়ে দেন নিজের বিজনেস ক্লাস। আর নিজে গিয়ে বসে পড়েন ইকোনমি ক্লাসে। সম্প্রতি এক অনুরাগী এই ঘটনার কথা টুইটও করেন। আর সেটাই রিটুইট করে সোনু লেখেন, ‘অনেক সময় ইকোনমি ক্লাসের আসন, বিজনেস ক্লাসের আসন থেকে বেশি আরামদায়ক!’

[আরও পড়ুন: দক্ষিণী ছবিতে এবার বঙ্কিমের ‘আনন্দমঠ’, চিত্রনাট্য লিখলেন রাজা মৌলির বাবা ]

সম্প্রতি সোনু সুদের আরেকটি টুইট নিয়েও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গরম থেকে বাঁচতে এক অনুরাগীর বিয়ার চাওয়ার ঘটনায় সোনুর জবাবে আপ্লুত হন অনুরাগীরা। ঘটনাটি ঘটে, এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় সোনুকে লেখেন, শীতকালে আপনি শীতবস্ত্র বা কম্বল দিয়ে সাহায্য করেন। গরমে আপনি বিয়ার দিন! তার উত্তরে সোনু সুদ লেখেন, ‘বিয়ারের সঙ্গে ভুজিয়া চলবে?’

সোনু সুদ ইদানিং রিয়্যালিটি শো রোডিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই শোয়ের শুটিং চলছে দক্ষিণ আফ্রিকাতে।

[আরও পড়ুন: বিপাকে হিরো আলম, জনপ্রিয় ইউটিবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ সংগীতশিল্পী]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে