Advertisement
Advertisement
Sandeep Singh's 'Safed'

বারাণসীর বিধবার সঙ্গে বৃহন্নলার প্রেম! প্রথম ঝলকেই চমকে দিল ‘সফেদ’

কবে মুক্তি পাবে এই ছবি?

Sandeep Singh's 'Safed' is all about a widow falling in love with eunuch| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 27, 2023 4:18 pm
  • Updated:July 27, 2023 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমকামী সম্পর্ক নিয়ে সিনেমার পর্দায় এর আগে অনেক গল্পই দেখে দর্শক। তবে এবার সন্দীপ সিংয়ের হাত ধরে একেবারে নতুন প্রেমের গল্প দেখবে দর্শক। ছবির নাম সফেদ। এই ছবির প্রেক্ষাপট এক বিধবা ও এক বৃহন্নলার প্রেম। বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির টিজার। প্রথম ঝলকেই ধরা পড়ল এর গল্প একেবারেই মানুষের মননে গিয়ে আঘাত হানবে। গা শিউড়ে ওঠার মতো দৃশ্যের কোলাজে তৈরি হয়েছে ‘সফেদ’ ছবির টিজার।

এর আগে ছবি প্রযোজনার সঙ্গেই যুক্ত ছিলেন সন্দীপ সিং। তৈরি করেছিলেন রাম লীলা, রাউডি রাঠোর, মেরি কম, আলিগড়, সরবজিতের ছবি। তখন থেকেই প্ল্যান ছিল ছবি পরিচালনায় আসবে। সেই মতোই এবার হাড়হিম করা এক গল্প নিয়ে ছবি তৈরি করে ফেললেন সন্দীপ। সন্দীপ জানিয়েছেন, এই ছবির গল্প একটি সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কুখ্যাত চন্দনদস্যু বীরাপ্পনের ‘কুকীর্তি’ এবার নেটফ্লিক্সের পর্দায়, দেখুন রোমহর্ষক টিজার]

বারাণসীর অলি-গলিতেই শুটিং হয়েছে এই ছবির। এই ছবির শুটিং হয়েছে ১১ দিন ধরে। আগামী মাসেই মুক্তি পেতে পারে এই ছবি। 

[আরও পড়ুন: ‘এককালে নকশাল, বামপন্থী ছিলাম’, বলছেন ‘স্বঘোষিত মোদিভক্ত’ বিবেক অগ্নিহোত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement