৫ চৈত্র  ১৪২৯  সোমবার ২০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘জিরো’-এর পোস্টারে বাজিমাত শাহরুখের, প্রশংসা করলেন আমির

Published by: Bishakha Pal |    Posted: November 1, 2018 4:27 pm|    Updated: November 1, 2018 5:04 pm

Shah Rukh Khan and Amir Khan in one frame

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে তাঁদের সম্পর্ক আদায় কাঁচকলায়। কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। কিন্তু ইদানিং সেই সম্পর্কের বরফ খানিকটা হলেও গলেছে। তাই মাঝেমধ্যেই সোশ্যাল সাইটে একফ্রেমে দেখা দিচ্ছেন শাহরুখ খান ও আমির খান। এবারও তেমনই একটি ঘটনা ঘটল। একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন দুই খান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Hug from the Thug….!! Beat that!

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on

আমির খানের ছবি ‘ঠাগস অফ হিন্দোস্তান’ মুক্তি পেতে আর এক সপ্তাহ বাকি। এদিকে একদিন পরেই মুক্তি পাবে শাহরুখ খানের ছবি ‘জিরো’-র ট্রেলার। তার আগে অবশ্য বাছাই করা কয়েকজনকে দেখানো হয়েছে সেটি। আর তা দেখেই উচ্ছ্বসিত আমির। শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জন্মদিনে ঐশ্বর্যকে কীভাবে শুভেচ্ছা জানালেন অভিষেক? ]

শুধু শাহরুখ কেন? টুইটারে অনুষ্কা ও ক্যাটরিনারও প্রশংসা করেছেন মিস্টার পারফেকশনিস্ট। ক্যাটকে ‘অসাধারণ’ আর অনুষ্কাকে ‘অবিশ্বাস্য’ বলেছেন তিনি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘জিরো’ সিনেমার পোস্টার। একসঙ্গে দুটি পোস্টার মুক্তি পেয়েছে। একটিতে ক্যাটরিনা, অন্যটিতে অনুষ্কার সঙ্গে দেখা গিয়েছে কিং খানকে।

বিশ্বের সেরা ১০০-র তালিকায় বাংলার ‘পথের পাঁচালি’ ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে