সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে শাহরুখের ‘পাঠান’। আপাতত, আনন্দের জোয়ারে ভাসছেন শাহরুখ। ঠিক এরই মাঝে নস্ট্যালজিয়াতে ভাসলেন বলিউড বাদশা। এক সাক্ষাৎকারে জানালেন, একবার সরোজ খানের হাতে চড় খেয়েছিলেন তিনি!
ব্যাপারটা নিজেই খোলসা করেছেন শাহরুখ (Shahrukh Khan)। শাহরুখ জানিয়েছেন, একবার শুটিং ফ্লোরে অতিরিক্ত কাজ করার জন্য় ক্লান্ত বোধ করছিলাম। হঠাৎ সরোজ খানের সামনে বলে উঠি এত কাজ ভাল লাগছে না। আমার মুখে এমন কথা শুনে রীতিমতো রেগে যান সরোজ। মাথার পিছনে চড় মেরে আমাকে সরোজজি বলেন, কখনই অনেক কাজ আছে এটা না বলতে, কারণ শিল্পীদের কাজ না থাকলে খুব সমস্য়ার ব্যাপার। এরপর থেকে আর কখনও এসব বলি না।
মুক্তির দিনই বক্স অফিসে ঝড় তোলে পাঠান। ছবির প্রথম দিনের আয় ছিল ১০৬ কোটি টাকা। সাফল্যের এই ধারা তার পরেও অব্যাহত থাকে। দু’দিনে ২১৯.৬০ কোটি টাকা আয় করে শাহরুখ খানের ছবি। মাত্র চার দিনে চারশো কোটির ক্লাবে ঢুকে পড়ে শাহরুখের সিনেমা। ছবি যখন আটশো কোটির ক্লাবে ঢুকে পড়ে তখন থেকেই হাজার কোটির অপেক্ষা শুরু হয়ে যায়। সেই অপেক্ষার অবসান হল মুক্তির ২৮তম দিনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.