BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

শুটিং ফ্লোরেই কষিয়ে চড়! সরোজ খানকে নিয়ে গোপন কথা ফাঁস করলেন শাহরুখ খান

Published by: Akash Misra |    Posted: February 24, 2023 1:05 pm|    Updated: February 24, 2023 1:05 pm

Shah Rukh Khan Recalls When Saroj Khan Slapped Him For Complaining Of Too Much Work| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে শাহরুখের ‘পাঠান’। আপাতত, আনন্দের জোয়ারে ভাসছেন শাহরুখ। ঠিক এরই মাঝে নস্ট্যালজিয়াতে ভাসলেন বলিউড বাদশা। এক সাক্ষাৎকারে জানালেন, একবার সরোজ খানের হাতে চড় খেয়েছিলেন তিনি!

ব্যাপারটা নিজেই খোলসা করেছেন শাহরুখ (Shahrukh Khan)। শাহরুখ জানিয়েছেন, একবার শুটিং ফ্লোরে অতিরিক্ত কাজ করার জন্য় ক্লান্ত বোধ করছিলাম। হঠাৎ সরোজ খানের সামনে বলে উঠি এত কাজ ভাল লাগছে না। আমার মুখে এমন কথা শুনে রীতিমতো রেগে যান সরোজ। মাথার পিছনে চড় মেরে আমাকে সরোজজি বলেন, কখনই অনেক কাজ আছে এটা না বলতে, কারণ শিল্পীদের কাজ না থাকলে খুব সমস্য়ার ব্যাপার। এরপর থেকে আর কখনও এসব বলি না।

[আরও পড়ুন: ২১ বছর বয়সি উঠতি মডেলের সঙ্গে হোটেলে রাত কাটালেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ! ভাইরাল ছবি]

মুক্তির দিনই বক্স অফিসে ঝড় তোলে পাঠান। ছবির প্রথম দিনের আয় ছিল ১০৬ কোটি টাকা। সাফল্যের এই ধারা তার পরেও অব্যাহত থাকে। দু’দিনে ২১৯.৬০ কোটি টাকা আয় করে শাহরুখ খানের ছবি। মাত্র চার দিনে চারশো কোটির ক্লাবে ঢুকে পড়ে শাহরুখের সিনেমা। ছবি যখন আটশো কোটির ক্লাবে ঢুকে পড়ে তখন থেকেই হাজার কোটির অপেক্ষা শুরু হয়ে যায়। সেই অপেক্ষার অবসান হল মুক্তির ২৮তম দিনে।

[আরও পড়ুন: দার্জিলিঙে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সারলেন রূপাঞ্জনা মিত্র, পাত্র কে?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে