BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

পিছিয়ে যাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার মুক্তি! রিলিজের নতুন দিন কবে?

Published by: Suparna Majumder |    Posted: March 15, 2023 5:05 pm|    Updated: March 15, 2023 5:05 pm

Shah Rukh Khan's Jawan release reportedly postponed | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’-এর (Pathaan) পর ‘জওয়ান’। শাহরুখ খানের পরবর্তী সিনেমার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। তবে মনে হচ্ছে তাঁদের একটু বেশি সময় অপেক্ষা করতে হবে। কারণ সিনেপাড়ায় গুঞ্জন, পিছিয়ে যাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার মুক্তি।

Jawan-1

চলচ্চিত্র সমালোচক রমেশ বালাও এ বিষয়ে সম্মতি জানিয়েছেন। উইকিপেডিয়া অনুসারে, জুন মাসের ২ তারিখ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মুক্তি। তবে রমেশ বালা টুইট করে জানিয়েছেন, জুনের বদলে অক্টোবরে ছবিটি মুক্তি পাবে। উল্লেখ্য, অক্টোবর পুজোর মরশুম। আবার ২৪ অক্টোবর ‘দশেরা’। শোনা যাচ্ছে, ‘দশেরা’র সপ্তাহেই মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ছবিটি।

Jawan-Tweet

[আরও পড়ুন: আদালতে বড় ধাক্কা শ্রাবন্তীর, স্বামী রোশনের বিরুদ্ধে করা খোরপোশ মামলায় স্থগিতাদেশ]

২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মাসখানেক আগে আবারও ছবির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। তিনি ছাড়াও ছবিতে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তারকা রয়েছেন।

Jawan Shoot

অ্যাটলির পরিচালনায় তৈরি ছবির ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন শাহরুখ। পোস্টারে মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে কিং খানকে। তবে কিছুদিন আগেই শাহরুখের ধুন্ধুমার অ্যাকশনের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাতে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। দাবি করা হয়, ‘জওয়ান’ সিনেমার সেটেই এমন অ্যাকশনের মেজাজে ছিলেন বলিউড বাদশা।

Jawan-Leaked-scene

[আরও পড়ুন: ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ দেখেননি ছবির দুই অভিনেতাই! বিতর্কে মুখ খুললেন পরিচালক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে