সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার সৈকতে স্বামী শাহিদ কাপুরের (Shahid Kapoor) সঙ্গে ছুটি কাটাচ্ছেন মীরা রাজপুত (Mira Rajput)। একের পর এক ছবি পোস্ট করে চলেছেন। ভিডিও-ও আপলোড করেছেন। এবার বিকিনি পরা ছবি দিয়ে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন শাহিদ-ঘরণী।
View this post on Instagram
স্যুইমিং পুলের পাশে নিজের এই ছবিটি পোস্ট করেছেন মীরা। বিকিনির উপরে পরেছেন পাতলা জ্যাকেট। সূত্রের খবর, মীরার এই বিকিনির দাম কমপক্ষে ২৮ থেকে ৩০ হাজার টাকা। আর পরনের পাতলা জ্যাকেটটির মূল্য কমপক্ষে ৪০ হাজার টাকা। বিকিনিতে মীরার সৌন্দর্যের প্রশংসা অনেকেই করেছেন। তবে দামের বহরে আবার অনেকেরই চোখ কপালে ওঠার উপক্রম হয়েছে।
[আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং পড়ুয়া থেকে দেশের সেরা সুন্দরী! ২০২০’র মিস গ্র্যান্ড ইন্ডিয়া তেলেঙ্গানার কন্যা]
বিকিনি নিয়ে নিজের মতামতও ক্যাপশনে জানিয়েছেন শাহিদপত্নী। লিখেছেন, “বিকিনি বডি অ্যাভোকাডোর মতো হয়। সারাজীবন ধরে আপনি এটি পরার অপেক্ষায় থাকেন আর মাত্র একদিনেই তা ভেস্তে যেতে পারে।” তবে দুই সন্তানের মা হয়েও মীরার ‘বিকিনি বডি’ অক্ষুণ্ণ রয়েছে বলেই মত নেটিজেনদের। তাঁর নমুনা তারকাপত্নীর আগের পোস্টেও পাওয়া গিয়েছে। এমনিতে গ্ল্যামার জগতে এড়িয়ে চললেও শাহিদের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস অবতারেই ধরা দিয়েছেন মীরা। ইনস্টাগ্রামে প্রায় ২৫ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর। তাঁদের কখনওই নিরাশ করেন না মীরা। জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। শাহিদের সঙ্গে ছবি তো পোস্ট করেনই, নিজেও স্টাইলিশ লুকে ধরা দেন ক্যামেরার সামনে।
View this post on Instagram
View this post on Instagram