সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেট্টির! এক মাস আগেই ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শিল্পা শেট্টির (Shilpa Shetty) নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি জটের মাঝেই এবার নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী। পশু নিগ্রহের অভিযোগ উঠল শিল্পার বিরুদ্ধে।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের গিয়েছিলেন অভিনেত্রী। মাতৃদিবস (Mother’s Day 2024) উপলক্ষে মা সুনন্দা শেট্টিকে নিয়ে বৈষ্ণোদেবীতে (Vaishno Devi Temple) পুজোও দেন শিল্পা। সঙ্গে ছিলেন বোন শমিতা শেট্টিও। বৈষ্ণোদেবীতে পুজো দেওয়ার মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করতেই এবার ফের বিতর্কে শিল্পা। ঘোড়ার পিঠে চড়ে মা বৈষ্ণোদেবীর দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে উঠেছে পশু নিগ্রহের অভিযোগ। নেটপাড়ার প্রশ্ন, ‘আপনি এত শরীর সতেচন, এত যোগব্যায়াম করেন। তাহলে কেন অবলা ঘোড়ার পিঠে চড়ে পাহাড়ে উঠছেন? ওদের তো কষ্ট হয়!’ আবার কারও মন্তব্য, ‘কাটরা থেকে এই ১২ কিমি ঘোড়ার পিঠে চড়েই পাহাড়ে উঠলেন আপনি! সেলেব হিসেবে আপনি তো হেলিকপ্টার করেও যেতে পারতেন। তাহলে কেন নিরীহ পশুগুলোকে কষ্ট দিলেন?”
View this post on Instagram
শিল্পা শেট্টির সোশাল মিডিয়ায় কটুক্তির বন্যা বয়ে গিয়েছে। এর আগে কেদারনাথে ঘোড়াদের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলেন রবিনা টন্ডন (Raveena Tandon), করিশ্মা তান্না, রেশমি দেশাইরা। এবার শিল্পার বিরুদ্ধেই পশুনিগ্রহের অভিযোগ উঠল। নেটপাড়ার কথায়, অবলা প্রাণীদের উপর চরম অত্যাচার। অমানবিকতার মারাত্মক নিদর্শন দেখা যায় বৈষ্ণোদেবী, কেদারনাথে। কখনও ঘোড়াদের মাদক খাওয়ানো হয়, আবার কখনও বা টেনে-হিঁচড়ে খাড়া পাহাড়ে পর্যটকদের নিয়ে যেতে বাধ্য করা হয়। এত অত্যাচার সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়ে ঘোড়ারা। করুণ সব ভিডিও দেখে পশুপ্রেমীরা চোখে জল ধরে রাখতে পারেন না! এবার শিল্পা শেট্টিও সেই একই অভিযোগে বিদ্ধ হলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.