Advertisement
Advertisement
Shilpa Shetty

বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি, সিংহর মতো ‘গর্জন’ শিল্পা-রাজের, দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট!

আইপিএল বেটিং, নীল ছবি কাণ্ডের পর এবার শিল্পা ও রাজ ফাঁসলেন বিটকয়েন জালিয়াতি মামলায়।

Shilpa Shetty, Raj Kundra Share Cryptic Posts After ED Seizes Properties
Published by: Akash Misra
  • Posted:April 19, 2024 1:28 pm
  • Updated:April 19, 2024 1:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে পড়লেন শিল্পা শেট্টি ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। আইপিএল বেটিং, নীল ছবি কাণ্ডের পর এবার শিল্পা ও রাজ ফাঁসলেন বিটকয়েন জালিয়াতি মামলায়। যার জেরে স্থাবর-অস্থাবর সব মিলিয়ে রাজ-শিল্পার প্রায় প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এর মধ্যে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোও রয়েছে। যে বাংলো কিনা অভিনেত্রী শিল্পা শেট্টির নামে কেনা। আর এই ঘটনার পরেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন রাজ কুন্দ্রা। নিন্দুকরা বলছেন, সিংহের ছবি পোস্ট করে যেন গর্জন করলেন রাজ। সঙ্গে লিখলেন, ”কীভাবে শান্ত থাকা যায় তা শিখছি। তুমি যখন অসম্মানিত বোধ করবে, সেই উন্নতিটা একেবারে অন্যরকম হবে।”

৬ হাজার ৬০০ কোটি টাকার বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তছরুপ মামলায় বৃহস্পতিবারই শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই তালিকায় জুহুর পাশাপাশি তারকাদম্পতির পুণের প্রাসাদোপম বাংলোও রয়েছে সেই তালিকায়। রাজ কুন্দ্রার নামে কিছু ইক্যুয়িটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ইডি।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: বৃদ্ধি অনুষ্ঠানের মাঝেই আড্ডায় রূপাঞ্জনা-রাতুল, সন্ধ্যায় ছাদনাতলায় জুটি]

মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অমিত ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ-সহ আরও বেশ কয়েক জনের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে। বিটকয়েনে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা তোলেন অভিযুক্তরা। শুধুমাত্র ২০১৭ সালেই ৬,৬০০ কোটি টাকা তোলা হয়েছিল বলে জানা যায়। যাঁদের কাছ থেকে টাকা তোলা হয়, তাঁদের প্রতি মাসে বিটকয়েনে ১০ শতাংশ টাকা রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। ক্রিপ্টো সম্পত্তি গড়ে তোলার লোভে অনেকেই টাকা ঢালেন ওই সংস্থায়। কিন্তু ওই সংস্থা সকলকে ঠকানোয় একাধিক মামলা দায়ের হয়। (Bitcoin Ponzi Scam)

এই মামলার তদন্তে নেমে রাজের সঙ্গে ওই সংস্থার সংযোগ খুঁজে পায় ইডি। জানা গিয়েছে, অমিতের থেকে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন রাজ। ইডি সূত্রে খবর, গোটা দুর্নীতি চক্রের মাথা ছিলেন অমিত। নিরীহ মানুষকে টোপ দিয়ে কোটি কোটি টাকা আদায় করেছিলেন তিনি। সেই বিটকয়েনই পরে রাজের কাছে যায়, বর্তমানে যার বাজারদর প্রায় ১৫০ কোটি টাকা। সেই প্রেক্ষিতেই রাজের ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

[আরও পড়ুন: ‘জুতোটাও তো বাবার পয়সায় কেনো!’, অনিলপুত্রকে মারাত্মক ট্রোল, পালটা দিলেন হর্ষবর্ধন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ