সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলেই দিন কাটছে রাজ কুন্দ্রার (Raj Kundra)। আর দুই সন্তান নিয়ে শিল্পা শেট্টি (Shilpa Shetty) রয়েছেন বাড়িতে। দুশ্চিন্তায় তাঁর একেকটা দিন যেন গোটা একটা মাস। তার উপর রাজ কুন্দ্রার গ্রেপ্তার হওয়ার পর থেকেই শিল্পাকে টেনে নানা বিতর্ক, নানা গুঞ্জন। কখনও পর্ন ব্যবসায় শিল্পার নাম জড়ানো। আবার কখনও রাজের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। প্রথম প্রথম এসব সহ্য করছিলেন শিল্পা। তবে এবার বাধ্য হয়েই মুখ খুললেন তিনি। সংবাদমাধ্যমে আসা শিল্পাকে নিয়ে ভুল তথ্য প্রকাশ হওয়ায়, ২৯টি সংবাদমাধ্যমের নামে মামলা দায়ের করেন শিল্পা। তবে সেই মামলা টেকেনি আদালতে।
শিল্পা এবার নিজের ক্ষোভ, রাগ প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়। এক লম্বা পোস্টে রাজ কুন্দ্রা ইস্যুতে নিজের অবস্থান জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী। স্পষ্টই জানালেন, ‘আপাতত কোনও মন্তব্য নয়!’
View this post on Instagram
[আরও পড়ুন: Anushka-র রূপে মুগ্ধ Virat Kohli, স্ত্রীকে সামনে পেয়ে শুরু করলেন নাচ! ভিডিও ভাইরাল]
ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করে শিল্পা শেট্টি লিখলেন, ‘গত কয়েকদিন ধরে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। কখনও আমার নামে নানা গুঞ্জন শুনছি। কখনও আমার নামে অভিযোগ উঠছে। মিডিয়াতে আমাকে নিয়ে নানারকম লেখাও হচ্ছে। ট্রোলিংয়ের কথা তো ছেড়েই দিলাম। আমি কিন্তু এখনও কোনও কিছুতেই মন্তব্য করিনি। আপাতত, করবও না। কারণ ভারতীয় আইনের উপর আমার পূর্ণ মর্যাদা রয়েছে। ন্যায় আমরা পাবই, সেই বিশ্বাস রয়েছে।’
শিল্পা এই পোস্টে আরও লেখেন, ‘যতদিন না কিছু প্রমাণিত হচ্ছে, দয়া করে আমাদের নিয়ে গুঞ্জন বন্ধ করুন। আমি দুই সন্তানের মা হয়ে আরজি জানাচ্ছি। এসব ঘটনার প্রভাব আমার সন্তানদের উপর পড়ছে। অন্তত, তাদের কথা মাথায় রেখে এগুলো বন্ধ করুন।’
শিল্পার কথায়, ‘আমি ভারতীয় নাগরিক। ২৯ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। দেশের মানুষকে সম্মান করি। দয়া করে আমার ও আমার পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করবেন না। আমার বিশ্বাস সত্যের জয় হবে!’