সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। বৃহস্পতিবার রাতে তাঁকে মুম্বইয়ের আন্ধেরি অঞ্চলের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আপাতত চিকিৎসকের কড়া নজরে রয়েছেন শ্রেয়স।
ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সারাদিন অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং করছিলেন তিনি। শুটিংয়ের প্রথম দিকে সুস্থই ছিলেন তিনি। তবে বেলা গড়াতেই অসুস্থতা অনুভব করেন। প্রথমে খুব একটা পাত্তা দেননি শ্রেয়স। মনে করেছিলেন শুটিং করে ক্লান্ত। তবে বাড়ি ফেরার পর অস্বস্তি বোধ করতে শুরু করেন। স্ত্রীকেও জানান বিষয়টি। এরপরই দ্রুত অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোশাল মিডিয়ায় শ্রেয়সের স্ত্রী জানিয়েছেন, ”এই মুহূর্তে শ্রেয়স ভালো রয়েছেন। চিকিৎসদের কড়া নজরে রয়েছেন তিনি। খুব শীঘ্রই শ্রেয়সকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছা সব সময় যেন শ্রেয়সের সঙ্গে থাকে।”
View this post on Instagram
বলিউড ছবির পাশাপাশি মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমান জনপ্রিয় শ্রেয়স। তাঁর অভিনীত ছবি ‘ডোর’, ‘ইকবাল’ খুবই প্রশংসিত হয়। এখনও পর্যন্ত প্রায় ৪৫ টি ছবিতে অভিনয় করেছেন শ্রেয়স।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.