সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের পর এবার বিনোদুনিয়ায় পা রাখলেন শুভমন গিল (Shubhman Gill)। স্পাইডার ম্যানের ভারতীয় সংস্করণ পবিত্র প্রভাকরের ভূমিকায় ভয়েসওভার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। শুভমন-ই প্রথম খেলোয়াড়, যিনি কোনও সিনেমায় ভয়েসওভার দিলেন। এহেন কীর্তি গড়ে উচ্ছ্বসিত ভারতীয় ওপেনার। আর এই সিনেমার ট্রেলার লঞ্চেই যা কেরামতি দেখালেন ‘স্পাইডারম্যান’ শুভমন, তাতে শোরগোল নেটপাড়ায়।
প্রসঙ্গত, হিন্দি ও পাঞ্জাবি দু’টি ভাষায় ভয়েসওভার দিয়েছেন শুভমন। ভারতীয় দর্শকদের কথা ভেবে স্পাইডারম্যানকে দেশি অবতারে তুলে ধরতে চেয়েছিলেন নির্মাতারা। সেইজন্য এবার পর্দায় দেখা যাবে মুম্বইনিবাসী পবিত্র প্রভাকরকে। সেই চরিত্রের জন্যই ভয়েসওভার দিয়েছেন গুজরাট টাইটান্স ওপেনার। বহস্পতিবার সেই সিনেমার ট্রেলার-ই প্রকাশ্যে এসেছে। আর সেই অনুষ্ঠানে গিয়েই উচ্ছ্বসিত শুভমন একেবারে গাড়ির ছাদে উঠে নাচলেন। ভারতীয় ক্রিকেটারের এমন কীর্তি দেখে ততোধিক উচ্ছ্বসিত অনুরাগীরা।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভমন জানান, “বলিউডে হৃতিক রোশন-ই আমার অনুপ্রেরণা। আমি ওঁর মতো নাচতে পারি না ঠিকই, তবে আমি ওঁর সিনেমার ভক্ত।” পাশাপাশি প্রিয় তারকাকে সম্মান জানিয়ে ‘এক পল কা জিনা’র ডান্স স্টেপও দেখালেন সুদর্শন ক্রিকেটার।
View this post on Instagram
উল্লেখ্য, আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে বাংলা-সহ মোট ১০টি ভাষায় মুক্তি পেতে চলেছে ভারতীয় স্পাইডারম্যানের ছবি ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। শুভমানকে পেয়ে নির্মাতারাও খুশি। তাঁদের বক্তব্য, “বাইশ গজে শুভমন একজন সুপারহিরো।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.