Advertisement
Advertisement

Breaking News

Navya naveli nanda

বচ্চন পরিবারের অশান্তির মাঝেই ঘর ছাড়লেন অমিতাভের নাতনি নব্যা! গেলেন কোথায়?

নব্যার ভিডিও ভাইরাল।

Shweta Bachchan's Daughter Navya Joins Alleged BF Siddhant Chaturvedi| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 13, 2023 8:37 pm
  • Updated:December 13, 2023 8:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুঝুন কাণ্ড! একদিকে দাদুর বাড়িতে মামা-মামি অর্থাৎ অভিষেক-ঐশ্বর্যর মধ্যে তুমুল অশান্তি। আরেক দিকে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে রাতারাতি ঘর ছাড়লেন বিগ বির নাতনি নব্য়া নভেলি নন্দা। তা কোথায় গেলেন তিনি?

বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন রয়েছে, যে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নাকি প্রেম করছেন নব্যা নভেলি। এমনকী, মুম্বইয়ে নানা সময়েই জুটিকে একসঙ্গে দেখা যায় এদিক-ওদিক ঘুরতে। কয়েকদিন আগে তো নব্যার মা অর্থাৎ বচ্চনকন্যা শ্বেতার সঙ্গেও দেখা গিয়েছিল সিদ্ধান্তকে। বলিউড সূত্রে খবর, সিদ্ধান্তের সঙ্গে নাকি পাকাপাকি ভাবে থাকতে ঘর ছেড়েছেন নব্য়া। শোনা যাচ্ছে, কয়েকদিন আগে গোয়ায় ছুটিতে গিয়ে নাকি একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। আর এবার মুম্বইয়ে ফিরে নব্যা নাকি বাড়িতেই ফেরেননি।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Navya Naveli Nanda (@navyananda)

Advertisement

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]

শুধু তাই নয়, সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নব্যা ও সিদ্ধান্তের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সিদ্ধান্তের পাশে বসে কেক কাটছেন নব্যা। আসলে, এটি ‘খো গয়ে হাম কাঁহা’র প্রচারের ভিডিও। সেখানেই সিদ্ধান্তের সঙ্গে নব্যাকে দেখা গেল ঘনিষ্ঠ অবস্থায়। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি নব্যা বা সিদ্ধান্ত কেউই।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ