Advertisement
Advertisement
Sidharth Kiara

প্রথম বিবাহবার্ষিকীতে সিদ্ধার্থ-কিয়ারার চমক! ঘোড়ায় চড়ে কোথায় চললেন?

বিয়ের প্রথম জন্মদিন বলে কথা! শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সিদ্ধার্থ-কিয়ারা।

Sidharth wishes Best Partner Kiara Advani As They Mark 1st Anniversary | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:February 7, 2024 4:35 pm
  • Updated:February 7, 2024 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের একবছর কাটিয়ে ফেললেন তাঁরা। তবে মরুরাজ্যে হাইপ্রোফাইল বিয়ের সারলেও বিবাহবার্ষিকীটা নিতান্তই একান্তে কাটাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara 1st Anniversary)।

বিয়ের পয়লা জন্মদিনে কী করছেন বলিউডের মিষ্টি দম্পতি? সিদ্ধার্থই শেয়ার করলেন সেই ঝলক। ঘোড়ার পিঠে চড়ে দেখা গেল তাঁদের। পরনে রং মিলান্তি পোশাক। সামনেই সূর্যের নরম রোদ। আর সেই ছবি শেয়ার করে ক্যাপশনেই স্ত্রী কিয়ারার প্রতি প্রেম জাহির করলেন স্বামী সিদ্ধার্থ। লিখেছেন, “সফর বা গন্তব্যে কোনওটাই গুরুত্বপূর্ণ নয়, আসল ব্যাপারটা হচ্ছে সঙ্গী। জীবনের নামক এই উন্মত্ত সফরে সেরা পার্টনার হওয়ার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী প্রিয়।” তার সঙ্গে ভালোবাসা আর চুম্বনের ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেতা। ১ ঘণ্টাতেই যা লাইক-কমেন্ট পড়ল, তা রীতিমতো রেকর্ড!

Advertisement

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী পারমানেন্ট বুকিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেই ‘শেরশাহ’র সময়েই। গতবছর সেই স্বপ্নপূরণই করেছেন তাঁরা। ঘনিষ্ঠ আত্মীস্বজনদের সাক্ষী রেখে সাক পাকে বাঁধা পড়েছিলেন। বলিউডের এই তারকাদম্পতি কিন্তু অনুরাগীদেরও খুবই পছন্দের। প্রথম বিবাহবার্ষিকীতেও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকাদম্পতি।

[আরও পড়ুন: ঘুরতে গিয়ে হঠাৎ হেলেনের সঙ্গে দেখা মিমির! সঙ্গে এক টলি অভিনেতাও, তার পর?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

ভালোবেসে কিয়ারাকে ‘কি’, ‘বে’, ‘লভ’ নামে ডাকেন সিদ্ধার্থ। কফি উইথ করণ-এই সম্প্রতি একথা ফাঁস করেন অভিনেতা। তবে তার থেকেও চমকপ্রদ তথ্য হচ্ছে ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে কিয়ারা আডবাণীর আসল নাম ছিল আলিয়া। তবে সলমন খানের পরামর্শে সেই নাম বদলে ফেলেন কারণ একই সিনেইন্ডাস্ট্রিতে দুই নায়িকার এক নাম হলে মুশকিলে পড়তে হবে! এদিকে কিয়ার আডবাণীর আগে আলিয়া ভাটের সঙ্গে বছর খানেক প্রেমের সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। কিন্তু সেসব এখন অতীত। ভাটকন্যা এখন রণবীর-ঘরণি। সিদ্ধার্থের সঙ্গে সুখের ঘরকন্না কিয়ারার।

[আরও পড়ুন: যুবানের খেলার সঙ্গী ছোট্ট বোনু ইয়ালিনী, ২ মাস বাদে সংসার সুখের ঝলক দিলেন মা শুভশ্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement