Advertisement
Advertisement
Sonu Sood

ফের একবার ‘মসিহা’ সোনু সুদ, করমণ্ডল দুর্ঘটনাগ্রস্তদের জন্য খুললেন হেল্পলাইন

প্রতিশ্রুতি পূরণ। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের রুটি-রুজি জোগাবেন অভিনেতা।

Sonu Sood opens helpline number for Odisha train accident victims | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 8, 2023 2:35 pm
  • Updated:June 8, 2023 2:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই অতিমারীর সময় থেকেই দুঃস্থদের ‘মসিহা’ হয়ে উঠেছেন সোনু সুদ। বলিউড অভিনেতা এখন গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য ছেড়ে আর্তদের সেবায় নিয়োজিত। সম্প্রতি ওড়িশা ট্রেন দুর্ঘটনায় আক্রান্ত পরিবারগুলির পাসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার তা পূরণ করার পথে আরও একধাপ এগোলেন সোনু সুদ।

বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাঁরা স্বজন হারিয়ছেন তাঁদের পাশে থাকতেই বিশেষ উদ্যোগ অভিনেতার। হেল্পলাইন নম্বর খুলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের রুটি-রুজির ব্যবস্থা করবেন তিনি। সোনু সুদ যে হেল্পলাইন নম্বর শেয়ার করেছেন, যে কোনও কোনওরকম সাহায্যের জন্য সেখানে যোগাযোগ করলেই মুশকিল আসান করতে পারে সোনু সুদের স্বেচ্ছাসেবী সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: ফিল্মফেয়ার নিয়ে নাসিরুদ্দিনকে খোঁচা? ‘আমার ক্ষমতা নেই’ বিতর্কে জল ঢাললেন মনোজ]

উল্লেখ্য, এর আগে ওড়িশার দুর্ঘটনার খবর পেয়েই সোনু সুদ এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন‌্য এককালীন অর্থসাহায‌্য যথেষ্ট নয়। তাদের জন‌্য মাসিক আয়ের বন্দোবস্ত হওয়া উচিত।” এবার নিজেই সেই উদ্যোগ নিলেন।

[আরও পড়ুন: হিন্দি বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন! ভয়ঙ্কর ট্রোলড জাহ্নবী কাপুর]

ওড়িশার সেই ভয়ংকর ট্রেন দুর্ঘটনা যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। লাহের পাহাড়ে ঘটনাস্থল যেন বিভীষিকা হয়ে উঠেছিল। কারো কোল খালি হয়েছে। আবার কাউকে অনাথ বানিয়েছে। কারও পরিবারের একমাত্র রোজগেরে সদস্যটিকে কেড়ে নিয়েছে করমণ্ডল দুর্ঘটনা। সেসব পরিবারের পাশে থাকতে এবার হেল্পলাইন চালু করলেন সোনু সুদ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement