Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

পুজোর সাজে ছবি না দিয়েও নজর কাড়লেন শ্রীলেখা, ‘সুন্দরের একটা লিমিট আছে’,মন্তব্য অনুরাগীর

মন খারাপের পুজোয় এভাবেই ভাল থাকছেন শ্রীলেখা।

Sreelekha Mitra Posted new photo on facebook | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 14, 2021 1:37 pm
  • Updated:October 14, 2021 1:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলেখার কাছে এবারের পুজোটা একেবারেই মন খারাপের। সদ্য বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তাই তো বাবার স্মৃতিতে ডুবেই পুজোর কটা দিন কাটিয়ে দিতে চান তিনি। এই মন খারাপের জন্যই আগে থেকেই শ্রীলেখা ঠিক করেছিলেন পুজোয় এবার সাজবেন না। দেখবেন না ঠাকুর। আর সে কথাই অক্ষরে অক্ষরে মেনে চলছেন শ্রীলেখা।

তবে শ্রীলেখা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চলেছেন। কখনও ঘরোয়া পোশাকে। তো কখনও পুরনো শুটিং স্টিল। কখনও আবার বাবার সঙ্গে ছবি পোস্ট করে নস্ট্য়ালজিয়ায় ভেসে যাচ্ছেন শ্রীলেখা। আর এবার শ্রীলেখা শেয়ার করলেন ভেনিস সফরে তোলা একটি ছবি। যেখানে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে নাকে নথ পরেছেন শ্রীলেখা। এই ছবি পোস্ট করে শ্রীলেখা লিখলেন, ‘পুজোর সাজে হল না এবার..অতএব!’ এই ছবি পোস্ট করে অনুরাগীদের মন জিতে নিয়েছেন শ্রীলেখা। এক নেটিজেন তো কমেন্ট বক্সে লিখেই ফেললেন ‘সুন্দরের একটা লিমিট আছে।’

Advertisement

Advertisement

সম্প্রতি মেয়ের আবদারে পুজোর শপিংয়েও বেরিয়ে ছিলেন শ্রীলেখা। ফেসবুকে ছবি দিয়ে মেয়ের আবাদারের কথাও লিখেছিলেন। শ্রীলেখার সেই পুরনো ছবি দেখে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখছিলেন, ‘ক্রাশ ছিল যে এটাই !’ নেটিজেনের এই মন্তব্যে শ্রীলেখা আবার লিখলেন, ‘এখন আর নেই, দুঃখ পেলাম।’ অনেকে আবার লিখলেন, ‘তুমিই একমাত্র সুন্দর।’ অনেকে আবার শ্রীলেখার শুধু রূপ নয়, অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। শ্রীলেখার ছবি দেখে এক নেটিজেন লিখলেন, ‘উফফ, হৃদস্পদন বন্ধ হয়ে গেল তো!’

[আরও পড়ুন: ঢাকের তালে…, পুজোয় ঢাক বাজাল শুভশ্রীপুত্র যুবান, দেখুন খুদের কাণ্ড]

বাবাকে হারানোর পর শ্রীলেখা তাঁর ফেসবুকে বারবার নানা স্মৃতির কথা লিখেছেন। যেমন, সম্প্রতি শ্রীলেখা এমনই এক স্মৃতির কথা তুলে ধরেছিলেন তাঁর ফেসবুকে। যেখানে বাবাকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার গল্প শুনিয়েছেন শ্রীলেখা। তাঁর বাবার খুব ইচ্ছে ছিল পুরনো ভিটেমাটিকে ঘুরে আসার, সেই ইচ্ছেপূরণের গল্পই শোনালেন শ্রীলেখা। ফেসবুকে অভিনেত্রী লিখলেন, ‘বাবার মুখে বাংলাদেশ মাদারিপুরের ঘটমাঝি গ্রাম, জমিদারবাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পুজো, মিত্তিদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান। অসংখ্য মানুষদের মতো দেশভাগের শিকার আমরাও। সে গল্প না হয় আরেকদিন হবে।’ শ্রীলেখার এই পোস্টে উঠে এসেছিল বাবার সঙ্গে বাংলাদেশ সফর ও ইচ্ছেপূরণের গল্প।

[আরও পড়ুন: বুধবারও জামিন পেলেন না আরিয়ান খান, মহাষ্টমীর রাতও কাটাতে হবে জেলেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ