BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

সৃজিতের হাত ধরে মিলছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’, আসছে টলিউডের প্রথম কপ ইউনিভার্স!

Published by: Akash Misra |    Posted: March 28, 2023 9:08 am|    Updated: March 28, 2023 9:08 am

Srijit Mukherji planning for new Cop universe Movie| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় এবার বড়সড় চমক দিতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, টলিউডের প্রথম কপ ইউনিভার্স তৈরি করতে চলেছেন সৃজিত। আর এ ব্যাপারে পরিচালক মেলাতে চাইছেন বাইশে শ্রাবণ ও ভিঞ্চিদাকে! ভাবছেন এ আবার কেমন কাণ্ড। হ্য়াঁ, এরকমই ঘটনা ঘটতে চলেছে প্রযোজক সংস্থা এসভিএফের অন্দরে। শোনা গিয়েছে, সৃজিতের এই কপ ইউনিভার্সে হাত মেলাবে বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী এবং ভিঞ্চিদার বিজয় পোদ্দার। অর্থাৎ বাইশে শ্রাবণের জনপ্রিয় চরিত্র যেখানে কিনা অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অন্যদিকে থাকবে ভিঞ্চিদার বিজয় পোদ্দার, যে চরিত্রে অভিনয় করেছিলেন অনিবার্ণ ভট্টাচার্য।

[আরও পড়ুন: ‘পাঠানে’র বক্স অফিস জয়, ১০ কোটির রোলস রয়েস কিনে নিজেই নিজেকে উপহার শাহরুখের]

সম্প্রতি এসভিএফের কর্ণধার টুইটারে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী ও সৃজিতকে। টলিপাড়ায় রটে গিয়েছিল রাজ ও সৃজিত জুটি নতুন কিছু একটা করতে চলেছেন। তবে খবর অনুযায়ী, তা আর হচ্ছে না। বরং সৃজিত একাই তৈরি করতে চলেছেন কপ ইউনিভার্স! সূত্রের খবর, সৃজিতের এই সিনেমায় দেখা যাবে শুভশ্রী ও যিশু সেনগুপ্তকে। তবে এখনও ফাইনাল কথা হয়নি। সবকিছু ঠিকঠাক চললে, এবার পুজোয় আসবে সৃজিতের এই নতুন ছবি।

[আরও পড়ুন: এবার বাংলাদেশের ‘হিরো’ মিঠুন চক্রবর্তী, ১৩ বছর পর ফের ওপার বাংলায় মহাগুরু ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে