Advertisement
Advertisement
Mahira Khan Wedding

পাকিস্তানে বিয়ের পিঁড়িতে শাহরুখের নায়িকা, দ্বিতীয়বার ঘর বাঁধলেন মাহিরা

কার গলায় মালা দিলেন অভিনেত্রী?

SRK actress Mahira Khan Wedding Goes Viral | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 2, 2023 4:17 pm
  • Updated:October 2, 2023 4:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন বক্স অফিসে বুড়ে হাড়ের ভেলকি দেখাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan), তখন তাঁর সুন্দরী নায়িকা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে। বিয়ে করলেন শাহরুখ খানের ‘রইস’ অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। রবিবার ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে নিকাহ সারলেন নায়িকা। আর সেই ছবি-ভিডিও বর্তমানে নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে।

দিন কয়েক ধরেই জল্পনা শোনা যাচ্ছিল যে আজ বাদে কাল ফের বিয়ের মণ্ডপে বসতে চলেছেন মাহিরা (Mahira Khan Wedding)। সেই গুঞ্জনে সিলমোহর বসিয়ে এবার পাকিস্তানি ব্যবসায়ী সেলিম কারিমের সঙ্গে নিকাহ সারলেন অভিনেত্রী। একেবারে ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই চার হাত এক হয়। বিয়ের খবর নিশ্চিত করেছেন মাহিরার ম্যানেজার অনুষা তালহা খোদ।

Advertisement

[আরও পড়ুন: ‘একদম ছবি তুলবে না’! অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই পাপারাৎজিদের উপর রেগে আগুন অনুষ্কা]

প্যাস্টেল শেডের লেহেঙ্গায় সেজেছিলেন মাহিরা খান। সাদা ফুলে সেজে উঠেছিল বিয়ের মণ্ডপ। ওড়নায় মুখ ঢেকে সেলিমের দিকে এগিয়ে যান অভিনেত্রী। দুজনেই তখন আবেগপ্রবণ। চোখে জল। ওড়না সরিয়ে মাহিরার কপালে চুমু এঁকে দেন সেলিম। জড়িয়ে ধরেন।

প্রসঙ্গত, বিগত পাঁচ বছর ধরেই পাকিস্তানি ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন মাহিরা খান। ২০২০ সালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেকথা স্বীকার করেছিলেন অভিনেত্রী। এবার ২০২৩ সালের পয়লা অক্টোবর ঘনিষ্ঠদের সাক্ষী রেখে নিকাহ সারলেন তিনি।

[আরও পড়ুন: ভারতের প্রথম এয়ার স্ট্রাইক নিয়ে ছবি অক্ষয়ের, গান্ধী জয়ন্তীতে প্রকাশ্যে ‘স্কাই ফোর্স’-এর ঝলক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement