Advertisement
Advertisement
Subhasree Ganguly

সন্তান-শাশুড়ির সঙ্গে অবসরে শুভশ্রী, আধো আধো বুলিতে দাদাকে ডাক ইয়ালিনির, দেখুন ভিডিও

মেয়ে ইয়ালিনী সদ্য কথা বলতে শিখেছে।

Subhasree Ganguly share fun moment with family and children

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:June 19, 2025 8:53 pm
  • Updated:June 24, 2025 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের ফাঁকে সন্তানদের নিয়েই সময় কাটে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সময়ের সঙ্গে সঙ্গে এখন অভিনেত্রীর শাশুড়িমাও এখন যেন তাঁর সন্তানসম। তাঁর যত্ন নিতেও এতটুকু অবহেলা করেন না অভিনেত্রী। ঠিক সেরকমই একটা ছুটির দিনের মুহুর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন রাজঘরনি।

Advertisement

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। সেখানেই দেখা যাচ্ছে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে দুই সন্তান ইউভান ও ইয়ালিনী ও অভিনেত্রীর শাশুড়িমা। একটা মন্থর ছুটির দিন, আলস্যে ভরপুর। মেয়ে ইয়ালিনী সদ্য কথা বলতে শিখেছে। আধো আধো স্বরে কথা বলছে সে। বলছে নিজের নাম ইয়ালিনি। তবে তা শুনে মনে হচ্ছে ‘নানিনি’। মেয়ের এইভাবে নিজের নামোচ্চারণ করার চেষ্টা যে শুভশ্রী উপভোগ করছেন ভীষণরকম সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

এরপর মেয়েকে শুভশ্রী শেখাচ্ছেন পাশে বসে থাকা শাশুড়িমা অর্থাৎ রাজের মাকে ঠাম্মা বলতে। তবে মেয়ে ঠাম্মা এখনও বলতে পারছে না। সে ডাকছে ‘লালা’। তবে ঠাম্মা ডাকুক আর লালা নাতনির এমন আদুরে ডাক ঠাকুমার যে খুব মনে ধরেছে তা বোঝা যাচ্ছে তাঁর একগাল হাসি দেখেই। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমার মেয়ে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement