BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

শ্রেয়া ঘোষালের ‘বরসো রে মেঘা…’ গানে নাচলেন সুধা মূর্তি, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Published by: Suparna Majumder |    Posted: December 16, 2022 5:25 pm|    Updated: December 16, 2022 5:25 pm

Sudha Murthy Dances to Barso Re with Shreya Ghoshal | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী নারায়ণ মূর্তি ইনফোসিসের প্রতিষ্ঠাতা। জামাই ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাতে কী? পছন্দের গান গাইছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। দিব্যি নেচে উঠলেন সুধা মূর্তি (Sudha Murthy)। তাঁর মিষ্টি নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Sudha

মণিরত্নম পরিচালিত ‘গুরু’ সিনেমা ‘বরসো রে মেঘা…’ গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি ইনফোসিসের ৪০ বছর হয়েছে। সেই উপলক্ষ্যেই সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। যাতে শ্রেয়া ঘোষালকে জনপ্রিয় সিনেমার গানটি গাইতে দেখা যায়। আর তার ছন্দে সুধা মূর্তি নেচে ওঠেন। আশেপাশে থাকা মানুষজনও বেশ উৎসাহ দেন দু’জনকে। বিষয়টি নিজের মোবাইলেও রেকর্ড করে রাখেন শ্রেয়া।

[আরও পড়ুন: ‘ডেট’ পেতে মিঠুনের দুয়ারে সুপারস্টার দেব, তারপর কী হল? জানুন ‘প্রজাপতি’র নেপথ্য কাহিনি]

পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পড়াতেন নারায়ণ মূর্তি। এরপরই নিজের একটি আইটি ফার্ম খোলেন তিনি। যা আজ সারা বিশ্বে ইনফোসিস নামে জনপ্রিয়। সালটা ১৯৮১। বছরই টেলকোতে প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হন সুধা। নারায়ণ একটু শান্ত স্বভাবের মানুষ৷ উলটো দিকে সুধা বেশ দৃঢ়, যুক্তিবাদী এবং উচ্চাকাঙ্খী মহিলা ছিলেন। পুণেতেই প্রথম দেখা হয় দু’জনের। বন্ধুত্ব হয়। একবার সুধাকে নৈশভোজে নিয়ে গিয়ে নারায়ণই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই থেকেই দু’জনের একসঙ্গে পথ চলা।

নানা সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত সুধা মূর্তি। ইনফোসিস ফাউন্ডেশনের হয়ে দেবদাসী সম্প্রদায়ের জন‌্য নানাবিধ সংস্কারমূলক কাজ করেছে করেছেন তিনি। প্রায় ১৬ হাজার শৌচাগার তৈরি করেছেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এসে নিজেই জানিয়েছিলেন সেকথা। সেই মানুষটিকেই শিশুসুলভ সারল্যে এভাবে নেচে উঠতে দেখে মুগ্ধ নেটিজেনরা।

[আরও পড়ুন: ‘ভয় হত দিদির পর আমার উপরও যদি হামলা হয়!’ ‘অ্যাসিড অ্যাটাক’ নিয়ে নিন্দায় সরব কঙ্গনা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে