Advertisement
Advertisement
Sudipta Chakraborty

‘কীভাবে পারলেন?’, ‘রাত দখলে’ ঋতুপর্ণার হেনস্তার নিন্দায় সরব সুদীপ্তা

শ্যামবাজারে ঋতুপর্ণাকে লক্ষ্য করে স্লোগান, গাড়িতে হামলার ঘটনা ঘটে। "কীভাবে করতে পারলেন", আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন তাঁর।

Sudipta Chakraborty condemns harassment of Rituparna Sengupta
Published by: Sayani Sen
  • Posted:September 5, 2024 2:21 am
  • Updated:September 5, 2024 2:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীর অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হয়েই চূড়ান্ত হেনস্তার শিকার আরেক মহিলা। শ্যামবাজারে ঋতুপর্ণাকে লক্ষ্য করে স্লোগান, গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে সরব অভিনেত্রী সুদীপ্তা। “কীভাবে করতে পারলেন”, আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন তাঁর।

সুদীপ্তা চক্রবর্তী সোশাল মিডিয়ায় লেখেন, “আপনারা তাঁর অবস্থান দেখলেন না। অথচ ভুয়ো ভিডিওটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনার তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তা-ও মেনে নিলেন। এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি! আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা কী ভুলে গিয়েছেন নারীদের রাত দখলের লড়াইয়ে শামিল হয়েছিলেন? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে যে আপনারা মিছিলে শামিল হয়েছিলেন ভুলে গিয়েছিলেন? কীভাবে এটা করতে পারলেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি।”

Advertisement

[আরও পড়ুন: আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভের মুখে ঋতুপর্ণা, শ্যামবাজারে তুমুল উত্তেজনা]

উল্লেখ্য, বুধবার সন্ধে থেকে শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে আন্দোলনে শামিল হন অগণিত মানুষ। তাতে অংশ নেন তারকারাও। প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন ঋতুপর্ণা। কিছুক্ষণের মধ্যে এলাকা তেতে ওঠে। অভিনেত্রীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিনেত্রীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘ধিক্কার’ স্লোগান দেন আন্দোলনকারীরা। কোনওক্রমে গাড়িতে গিয়ে ওঠেন অভিনেত্রী। তাতেও পরিস্থিতি সামলানো কার্যত অসম্ভব হয়ে ওঠে। গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে বোতল ছোড়া হয়। কোনওক্রমে এলাকা ছাড়েন ঋতুপর্ণা। এই ঘটনারই তীব্র নিন্দা করেন সুদীপ্তা। প্রসঙ্গত, সদ্যই সরকারি পুরস্কার ফেরান অভিনেত্রী। 

[আরও পড়ুন: ‘অপরাধীরাও আমার মতো ঘুম হারাক’, ভেজা চোখে হাহাকার আর জি করের নির্যাতিতার মায়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement