BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পাগলের প্রলাপ! নাসিরউদ্দিনের ‘উগ্র রাষ্ট্রবাদ’ মন্তব্যে ক্ষিপ্ত ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক

Published by: Suparna Majumder |    Posted: September 18, 2023 8:01 pm|    Updated: September 18, 2023 8:01 pm

Sudipto Sen, Adah Sharma reacted to Naseeruddin Shah's comment 'The Kerala Story' | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। বর্ষীয়ান অভিনেতার মত, ‘গদর ২’, ‘দ্য কেরালা স্টোরি’র মতো ‘উগ্র রাষ্ট্রবাদ’-এর সিনেমা ক্ষতিকর। এতেই চটেছেন ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) পরিচালক সুদীপ্ত সেন।

Nasir-Sudipto-1

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেন, “এখন ঢাকঢোল বাজিয়ে নিজের প্রচারের সময়। এভাবেই দুনিয়া চলছে। উগ্র রাষ্ট্রবাদ হলে তবেই ছবি হিট। ঠিক যেমন ‘গদর ২’ এবং ‘দ্য কেরালা স্টোরি’। এই ধরনের ছবি এখন মানুষ দেখছে। এদিকে সুধীর মিশ্র, হনসল মেহেতা, অনুভব সিনহার ছবি কেউ দেখে না তাঁরাও তো সত্য ঘটনাকে তুলে ধরে। অন্তত, অতিরঞ্জিতভাবে তো দেখায় না। তাই হয়তো এদের ছবি চলে না।”

[আরও পড়ুন: ‘সায়ন্তিকাকে টেনে আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা চলছে’, মুখ খুলেন জায়েদ খান]

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে পরিচালক সুদীপ্ত সেন বলেন, “একটা লোক সিনেমা না দেখেই মতামত জানিয়ে দিল, এ তো পাগলের প্রলাপ। আমরা ওনার সম্মান করি, কিন্তু একটু যদি দায়িত্বশীল মানুষের মতো মন্তব্য করতেন।” এদিকে নায়িকা আদা শর্মা জানান, সিনিয়র হিসেবে তিনি নাসিরউদ্দিন শাহকে সম্মান করেন। এরপরই বলেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যেখানে প্রত্যেকটা মানুষের মতামত জানানোর অধিকার রয়েছে।”

The Kerala Story

প্রসঙ্গত, ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিল ‘দ্য কেরালা স্টোরি। ছবি মুক্তির পর তো রীতিমতো ঝড় ওঠে দেশে। এমনকী, পশ্চিমবঙ্গে বেশ কিছুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এই ছবিকে। পরে তা তুলে দেওয়া হয়। এদিকে ২০২৪ সালে অস্কারের জন্য ফিল্ম ফেন্ডারেশন অফ ইন্ডিয়া যে প্রাথমিক তালিকা তৈরি করেছে তাতে ‘দ্য কেরালা স্টোরি’র নাম রয়েছে।

[আরও পড়ুন: ফের বাংলা গানে সুনিধি চৌহান, টলিউডের কোন সিনেমার জন্য গাইলেন বলিউডের শিল্পী?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে