Advertisement
Advertisement
Swastika Mukherjee

ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি! প্রযোজকের বিরুদ্ধে ইম্পার দ্বারস্থ স্বস্তিকা

কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত।

Swastika Mukherjee allegedly threatened by producer, EIMPA likely to take action | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 3, 2023 1:50 pm
  • Updated:April 4, 2023 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পার কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

Swastika Mukherjee

Advertisement

শোনা গিয়েছিল, ‘শিবপুর’ নামের সিনেমার প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বস্তিকা। সংবাদ প্রতিদিন ডিজিটালকে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত স্বস্তিকার অভিযোগের খবরে মান্যতা দেন।  তাঁর কথা অনুযায়ী নিজের অভিযোগে স্বস্তিকা জানিয়েছেন, তাঁকে ছবির জন্য প্রাথমিক কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে মানসিকভাবে নিগ্রহ করা হতে থাকে।

[আরও পড়ুন: এক ঘুষিতে ভেঙে ফেলে পাঁচিল, আসছে নতুন সিরিয়াল ‘ফুলকি’, প্রকাশ্যে আগাম ঝলক]

 গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। আগামী মে মাসে ছবির মুক্তি পাওয়ার কথা। স্বস্তিকার অভিযোগ, তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্ত ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তাঁর পরিচিত রবিশ শর্মা। সেই কারণে নাকি নায়িকা পুলিশেও অভিযোগ দায়ের করেছেন।

Shibpur-swastika

পিয়া সেনগুপ্ত জানান, অভিযোগ তাঁরা পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে আদালতে কোনও মামলা হয়েছে কিনা তা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে আর সেক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। যদি তা না হয়, তাহলে দুই পক্ষের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আর্টিস্ট ফোরামকে জানানো উচিত হলেও মনে করেন পিয়া সেনগুপ্ত। উল্লেখ্য, ‘শিবপুর’ সিনেমায় স্বস্তিকার পাশাপাশি রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শংকরের মতো তারকারা।

[আরও পড়ুন: ‘দু’টো বিয়ে করব’, বেনারসি পরেই থানায় তাণ্ডব নববধূর! ভাইরাল ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement