BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

উন্মুক্ত বক্ষে ঝুলছে মা লক্ষ্মীর লকেট! তাপসী পান্নুর ছবি ঘিরে নিন্দার ঝড়

Published by: Akash Misra |    Posted: March 21, 2023 9:12 am|    Updated: March 21, 2023 9:12 am

Taapsee Pannu trolled for wearing goddess Lakshmi necklace with 'revealing' dress| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় লক্ষ্মী লকেট ঝুলিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। হিন্দু দেবীকে ফ্যাশনের সঙ্গে যুক্ত করায় সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হলেন তাপসী। সঙ্গে নিন্দার ঝড় ফ্য়াশন ডিজাইনার মণীষা জয়সিংকে ঘিরেও।

ব্যাপারটা একটু খুলে বলা যাক। সম্প্রতি এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন তাপসী। সেখানেই তাঁকে দেখা গেল লাল রঙের গাউনে। গাউনটি একেবারে ডিপ নেক। স্পষ্ট হয়েছিল তাঁর ক্লিভেজ। আর ক্লিভেজের মাঝে ঝুলছিল একটি সোনালি হার। যার লকেটে মা লক্ষ্মীর মূর্তি! ব্যস, তাপসীর এমন ছবি দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়ল নেটিজেনদের একাংশ।

[আরও পড়ুন: লকার থেকে উধাও সোনা-হীরের গয়না, পুলিশের দ্বারস্থ রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

নেটিজেনরা তাপসীকে কটাক্ষ করে বলেন, শরীর দেখাতে চাইছেন, দেখান। সঙ্গে আমাদের লক্ষ্মী দেবীর মুখ বসানো গয়না পরছেন কেন? এটা তো ঠিক না! আপনি বড্ড নির্লজ্জ। নেটিজেনদের একাংশের দাবি এরকম গয়না পরায় তাপসী হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন।

[আরও পড়ুন: আমেরিকার টাইমস স্ক্যোয়ারে বাংলার ‘দোস্তজী’, আবেগের স্রোতে ভাসলেন পরিচালক প্রসূন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে