BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

নিজের বায়োপিকে নায়ক হিসেবে কাকে দেখতে চান? জানিয়েই দিলেন ‘মসিহা’ সোনু

Published by: Suparna Majumder |    Posted: October 17, 2020 10:58 pm|    Updated: October 17, 2020 10:58 pm

Bangla news of Sonu Sood: The actor opens up about his Biopic, shares his choice for Hero | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারও এক বেসরকারি বিমান সংস্থা টুইটকে জানিয়েছে কীভাবে তাদের সঙ্গে মিলে এখনও পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করে চলেছেন। জনৈক সায়েদ জানিয়েছেন তাঁর মা সোনুকে নিজের আরেক ছেলে মনে করেন আর ‘দুয়া’য় তারকার জন্যও প্রার্থনা করেন। আবার শ্রী রোহিতকে অভিনেতা আশ্বাস দিয়েছেন তাঁর মা পরের সপ্তাহ থেকেই হাঁটতে শুরু করবেন। ১৯ তারিখ অস্ত্রোপচারের বন্দোবস্ত করে দিয়েছেন। করোনা (CoronaVirus) কালে এভাবেই ‘মসিহা’ হয়ে উঠেছেন সোনু সুদ (Sonu Sood)। আর সেই সুবাদেই উঠেছে তাঁর বায়োপিক তৈরির প্রসঙ্গ। নিজের বায়োপিক হলে কাকে মুখ্য ভূমিকায় দেখতে চান সোনু? এই প্রশ্নই করা হয়েছিল তাঁকে।

অফার একাধিক এসেছে সোনুর কাছে। যদি বায়োপিকের প্রস্তাব মানতে হয়, তাহলে একটিই শর্ত রাখবেন বলে জানিয়েছেন অভিনেতা। নিজের বায়োপিকে নিজেই নায়ক হিসেবে অভিনয় করবেন সোনু। এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। অভিনেতার বক্তব্য, নিজের বায়োপিকে অভিনেতা করার মতো সামর্থ্য তাঁর রয়েছে। তাই নিজেকে ছাড়া নিজের জীবন কাহিনির নায়ক হিসেবে অন্য কাউকে তিনি ভাবতে পারেন না।

[আরও পড়ুন: ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা! কঙ্গনা ও তাঁর দিদির বিরুদ্ধে মামলার নির্দেশ মুম্বইয়ের আদালতের]

অবশ্য, এখনই বায়োপিক নিয়ে চিন্তা করতে নারাজ সোনু। অভিনেতা মনে করেন, জীবনে এখনও অনেক অভিজ্ঞতা বাকি রয়েছে তাঁর। প্রতিদিন হাজার হাজার মানুষ তাঁর সাহায্যের প্রত্যাশায় আবেদন জানিয়ে চলেছেন। নিজের এই লোকহিতের কর্মযজ্ঞ চালিয়ে যেতে চান ‘মসিহা’। বায়োপিকের কথা ভাববেন পরে।  

[আরও পড়ুন: কথা বলছেন সৌমিত্র, করোনাজয়ী শিল্পীকে শোনানো হচ্ছে পছন্দের রবীন্দ্রসংগীত]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে