Advertisement
Advertisement
Vivek Agnihotri

ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’! বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে FIR তৃণমূল নেতার

'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল।

The Bengal Files: TMC leader files FIR against Vivek Agnihotri
Published by: Sayani Sen
  • Posted:June 19, 2025 8:29 pm
  • Updated:June 19, 2025 8:29 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: টিজার মুক্তি পেয়েছে সবে। আর তারপর থেকেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। বহরমপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মুর্শিদাবাদের ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুণ্ডু।

Advertisement

অভিযোগকারীর দাবি, ওই ছবিটির টিজারের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই ছবি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কাও করেন ওই তৃণমূল নেতা। সে কারণে পরিচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Biplab-Kundu

প্রসঙ্গত, একুশে শত চেষ্টা করেও বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির! অতঃপর পাখির চোখ যে ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে, তা বলাই বাহুল্য। তার প্রাক্কালেই পঁচিশে নতুন সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারে বাংলায় সাম্প্রদায়িক হিংসার দাবি তুলে ধরেছেন বিবেক। ছবিতে ‘গোপাল পাঠা’ ওরফে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ দাস। ট্রেলারে সেই ঝলক ইতিমধ্যেই মিলেছে।

ট্রেলারের শুরুতেই নেপথ্য কণ্ঠে বলতে শোনা যায়, “আমি একজন কাশ্মীরি পণ্ডিত, তাই হলফ করে বলতে পারি যে বাংলা আরেকটা কাশ্মীর হতে চলেছে…।” এক দৃশ্যে জ্বলন্ত দুর্গামূর্তিকেও দেখানো হয়েছে। অতঃপর ট্রেলার মুক্তির পরই ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি ঘিরে অন্য ‘স্ট্র্যাটেজি’ দেখছে দর্শক, অনুরাগীরা। একাংশের প্রশ্ন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কি শেষ মুহূর্তে সিনেমার নাম বদলে ফেললেন বিবেক অগ্নিহোত্রী? যদিও সেন্সর বোর্ডের তরফে এখনও পর্যন্ত কোনও আপত্তির কথা শোনা যায়নি, তবে ভবিষ্যতে কোনও ‘কাঁচি’ চলবে কিনা, সেই আশঙ্কাও অমূলক নয়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement