শম্পালী মৌলিক: সোমবার ‘স্পেশাল অপস- ২’র ট্রেলার লঞ্চের সঙ্গে সঙ্গেই দর্শকের তরফে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। ছ’ঘন্টায় এই সিরিজের ট্রেলারের ভিউজ প্রায় ছ’লাখের কাছাকাছি। একাধিক চমক নিয়ে প্রকাশ্যে এসেছে সিজন-২ এর ট্রেলার। হিম্মত সিং যে ফিরছে তা আগেই জানা গিয়েছিল। এবার সেই অপেক্ষার অবসান খানিক মিটল। তবে হিম্মত সিংয়ের পাশাপাশি আরও একজনকে কয়েক ঝলক দেখেই উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। বিশেষত বাঙালি দর্শক। তার মূল কারণ টোটা রায়চৌধুরী। ফের এই সিরিজে দর্শক পেতে চলেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে টোটা রায়চৌধুরীকে।
নতুন কাজ নিয়ে কতটা উচ্ছ্বসিত অভিনেতা? তা জানতেই যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। নতুন কাজ নিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনের ওপার থেকে অভিনেতা জানালেন ঠিক কী অনুভূতি তাঁর এই মুহূর্তে। নতুন কাজ প্রসঙ্গে টোটা বলেন, ” এই সিরিজ ২০২৫ সালে সর্বভারতীয় স্তরের সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মের সবথেকে বড় শো হতে চলেছে। আমি অসম্ভব উত্তেজিত। এই সিরিজের এমনিতেই একটা ফ্যানবেস রয়েছে। এর আগে হিম্মত সিং চরিত্রটির অতীত নিয়ে একটি সিজন হয়েছে। সেটি ছিল সিজন ১.৫। এই চরিত্রে অভিনয় করছেন কে কে মেনন। আজ ট্রেলার লঞ্চ হওয়ার পর সারা দেশ জুড়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি তা সত্যিই কল্পনাতীত। আমরা সমস্ত আপডেটই পাচ্ছি। আমরা জানতাম একটা উন্মাদনা তৈরি হবে। তবে এতটা হবে জানতাম না। আমরা সবাই খুব উৎফুল্ল।” উন্মাদনা ঠিক কতটা তা ভাগ করে নিলেও এই সিরিজে কোন চরিত্রে অভিনয় করছেন টোটা তা একেবারেই খোলসা করেননি।
প্রায় দু’বছর আগে এই সিরিজে কাজের কথা ঘোষণা করেছিলেন টোটা। সোশাল মিডিয়ায় ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি পোস্ট করে অভিনেতা জানিয়েছিলেন বলিউডে তাঁর আরও এক নতুন সফর শুরুর কথা। রকি অউর রানি ছবিতে অভিনয়ের পর থেকেই বলিউডে যে তিনি আরও বেশি করে কাজের সুযোগ পাচ্ছেন সেকথাও জানিয়েছিলেন তখন। ওই পোস্টে অভিনেতা ক্যাপশনে লিখেছিলেন, নীরজ পান্ডের ‘আ ওয়েডনেসডে’ দেখে নাকি মুগ্ধ হয়েছিলেন তিনি। তখন থেকেই পরিচালক নীরজের ফ্যান। আর তাঁর সঙ্গেই এবার কাজের সুযোগ পাচ্ছেন। তবে তখনও চরিত্র নিয়ে মুখ খোলেননি টোটা। এখনও সেই রহস্য জিইয়ে রাখলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.