সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ও ছয়ের দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী তিনি। সাফল্য যেমন উপভোগ করেছেন, আবার একই জীবনে তাঁর পিছু ছাড়েনি বিতর্কও! সিনেমা, অভিনয়জীবনের বাইরে গিয়ে ইন্ডাস্ট্রিতে তাঁর সম্পর্কের ভাঙা-গড়া নিয়েও সমালোচনা হয়েছে। তার রেশ কিন্তু শেষ জীবন পর্যন্ত থেকেছে। সাফল্যের আঁধারে প্রিয়জনদের থেকে পাওয়া আঘাতে রাতের পর রাত কেঁদেছেন। বলিউডের সেই ট্র্যাজেডি ক্যুইন মীনা কুমারীর (Meena Kumari) গল্পই এবার ওয়েব প্ল্যাটফর্মের পর্দায়। শুধু ওয়েবেই নয় অবশ্য, বড়পর্দাতেও আনার চিন্তাভাবনা চলছে।
খ্যাতনামা সাংবাদিক অশ্বিনী ভাটনাগরের লেখা ‘মহাজীবন এস মীনা কুমারী’ বায়োগ্রাফির অবলম্বনেই ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন বলিউড প্রযোজক প্রভলিন কাউর। সূত্রের খবর, আলমাইটি মোশন পিকচারস ইতিমধ্যেই সিরিজের জন্য স্বত্ব কিনে নিয়েছেন। ‘পাকিজা’ অভিনেত্রীর জীবনকাহিনি ওয়েব সিরিজ ফরম্যাটে আনার জন্য বেশ উচ্ছ্বসিত প্রযোজকও।
প্রযোজকের মন্তব্য, “এর থেকে লার্জার দ্যান লাইফ আর কী-ই বা হতে পারে! মীনা কুমারীর জীবন নিয়ে প্রজেক্ট যেন জীবনের স্বপ্ন সত্যি হওয়ারই শামিল! উপযুক্ত রিসার্চ করে তবেই এই কাজ করা হবে। আমরা প্রথমে একটা ওয়েব সিরিজ করব, তারপর একটা ছবি তৈরি করা হবে।” মীনা কুমারিকে নিয়ে পুরো দৈর্ঘ্যের ছবি তৈরি যে বেশ চ্যালেঞ্জিং, সেকথাও জানালেন তিনি। তাই সাফ বলে দিয়েছেন, “এই প্রজেক্ট নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করছি না আমরা।”
[আরও পড়ুন: মানবিক মিমি, রাস্তায় শুয়ে থাকা অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভরতি করালেন সাংসদ]
অন্যদিকে মীনা কুমারীকে নিয়ে ওয়েব সিরিজের জন্য উচ্ছ্বসিত লেখক-সাংবাদিক অশ্বিনী ভাটনাগরও। তার কথায়, “অসাধারণ কাজের জন্য প্রভলিনের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। মীনা কুমারীকে নিয়ে একেবারে নিরপেক্ষভাবে লেখা একটি বই।”
প্রসঙ্গত, ‘পাকিজা’, ‘মেরে আপনে’, ‘বাইজু বাওরা’র মতো বহু ক্লাসিক বলিউড ছবিতে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখে গিয়েছেন মীনা কুমারী। ‘পরিণীতা’, ‘এক হি রাস্তা’, ‘শারদা’, ‘ইহুদি’ প্রভৃতি সিনেমায় তিনি দুঃখিনী যুবতী, বাল্যবিধবা, বৃদ্ধস্য তরুণী ভার্যা, প্রান্তবাসিনীর চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলে দর্শকদের মন জিতে নিয়েছিলেন।