সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতৌদি ও কাপুর পরিবারে এখন খুশির হাওয়া হইছে। রবিবার দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সোশ্যাল মিডিয়ায় সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনার বন্ধু শুভেচ্ছা জানানোর পরেই সামনে আসে এই খবর। শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতির অনুরাগীরাও। কিন্তু এরপরেই সইফ-করিনার প্রথম সন্তান তৈমুর আলি খানকে নিয়ে নানা ‘মিম’ সামনে আসতে থাকে। ট্রোলড হতে থাকে ছোট্ট তৈমুর।
#SaifAliKhan & #KareenaKapoorKhan blessed with a baby boy.
Taimur to his popularity : pic.twitter.com/jcdrjgOCcB— Rohit🤙🏻💥 (@sarcasterrk) February 21, 2021
Kareena kapoor and Saif Ali Khan blessed with a baby boy
Meanwhile Taimur :#KareenaKapoorKhan #SaifAliKhan pic.twitter.com/FfNhOLMJ8K— Sumit Kumar (@ajisuniyeto) February 21, 2021
Kareena kapoor blessed with a baby boy
Meanwhile taimur-#KareenaKapoorKhan pic.twitter.com/Q0BqccePrb— Mohit Singhania♻️ (@doctor_chandler) February 21, 2021
জন্মের পর থেকেই তৈমুরের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাকে একঝলক দেখতে বা তার ছবি ক্যামেরাবন্দি করতে সইফ-করিনার বাড়ির সামনে লেগে থাকত পাপারাৎজিদের ভিড়। তৈমুরও হতে থাকে ক্যামেরা ফ্রেন্ডলি। নানা সময়ে তাকে দেখা গিয়েছে পোজ দিতে। আবার কখনও দেখা গিয়েছে চিত্র সাংবাদিকদের দেখে হাত নাড়তে।
[আরও পড়ুন: কংগ্রেস নেতার হুঁশিয়ারির জের, মুম্বইয়ে নিরাপত্তা বাড়ল বিগ বি’র বাংলোর]
ফলে পেজ থ্রি’র পাতায় তৈমুর ছিল চর্চার বিষয়। আর এই বিষয়টিকে নিয়েই বেশ কিছু নেটিজেন তৈমুরের জনপ্রিয়তা নিয়ে মস্করা করতে থাকেন। একজন পোস্ট করে লিখেছেন, সইফ-করিনার দ্বিতীয়বার পুত্র সন্তান হয়েছে। তাই তৈমুরের জনপ্রিয়তা টাটা-বাইবাই। আবার একজন লিখেছেন, আবার সন্তান করিনার, তাহলে কি তৈমুর তার কাজ ছেড়ে দেবে?
#SaifAliKhan #KareenaKapoorKhan
blessed with a baby boy #Taimur calculating Jaydad me kitna hisse milega : pic.twitter.com/5Hqv71D6Kh— Shivam 🍂 (@shivammm_) February 21, 2021
#SaifAliKhan #KareenaKapoorKhan are Blessed with baby boy..
Meanwhile Taimur😁 pic.twitter.com/2yPskxQ2qQ
— Umang Mishra (@UmangMi04647171) February 21, 2021
২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পতৌদি পুত্র সইফ আলি খান ও করিনা কাপুর খান। ২০১৬-র ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। ২০২০-তে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন করিনা। তৈমুরের বয়স এখন চার। আর এখন সে আর ছোট নেই। ছোট্ট ভাইয়ের দাদা হয়েছে তৈমুর আলি খান।