Advertisement
Advertisement

Breaking News

Pathaan

‘পরিচালকের মাথায় রাখা উচিত…’, শাহরুখের ‘বেশরম রং’ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

'পাঠান' মুক্তির আগে থেকেই 'রেশরম রং' গানটির ভিডিও নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়।

UP CM Yogi Adityanath Reacts To Pathaan’s Besharam Rang Row | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 7, 2023 12:34 pm
  • Updated:February 7, 2023 9:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর পর বড়পর্দায় আবির্ভাব ঘটিয়ে ফের সুপারহিট শাহরুখ খান। হাজার কোটির ক্লাবে পা রাখতে চলেছে ‘পাঠান’। কিন্তু ছবির ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের এখনও ইতি ঘটেনি। কারণ এবার এ নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সতর্ক করলেন পরিচালককে।

‘পাঠান’ (Pathaan) মুক্তির আগে থেকেই ‘বেশরম রং‘ গানটির ভিডিও নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনির বিরোধিতায় সরব হয় একাধিক হিন্দু সংগঠন থেকে বিজেপি নেতারা। এমনকী কিং খানের ছবি বয়কটেরও ডাক ওঠে। কিন্তু যাবতীয় বিতর্কে জল ঢেলে হিন্দি ছবির জগতে নয়া ইতিহাস রচনা করে ‘পাঠান’। ছবি মুক্তির পরে অবশ্য দেখা যায়, গানটির ওই দৃশ্যটিতে কাটছাঁট করা হয়েছে। এবার আদিত্যনাথের মুখে শোনা গেল ‘বেশরম রং’ প্রসঙ্গ। তাঁর দাবি, স্ক্রিনে কী দেখানো হচ্ছে, সে বিষয়ে পরিচালকের আরও সতর্ক হওয়া উচিত।

Advertisement

[আরও পড়ুন: ২০১৪ টেট দুর্নীতি: অ্যাপ্টিটিউড টেস্ট ছাড়াই শিক্ষক নিয়োগ! পরীক্ষকদের তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Yogi Adityanath) কথায়, “একটা ছবি যখন তৈরি করা হচ্ছে, তখন পরিচালকের মাথায় রাখা উচিত তিনি কী ধরনের দৃশ্য তুলে ধরছেন। কোনও দৃশ্য বিতর্কের জন্ম দিতে পারে কিংবা মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে।” এরপরই জানান, “যে কোনও শিল্পী, সাহিত্যিককেই তাঁর প্রাপ্য সম্মান দেওয়া উচিত। উত্তরপ্রদেশে ছবি তৈরির ক্ষেত্রে কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে।”

Advertisement

উল্লেখ্য, ছবি মুক্তির আগে ‘বেশরম রং’ নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁদের সতর্ক করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটব্যাংককে মাথায় রেখে দলীয় নেতাদের বিশেষ বার্তা দিয়েছিলেন। মোদি বলে দেন, কোনও ছবি নিয়ে অকারণ মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। তাঁর সেই বার্তার পরও এবার মুখ খুললেন যোগী। যদিও ‘পাঠান’ প্রসঙ্গে সরাসরি সমালোচনার পথে হাঁটেননি তিনি।

[আরও পড়ুন: বিজেপি নেতাকে বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে খুন! অভিযোগ মাওবাদীদের দিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ