BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

বুক থেকে খুলে নিয়ে সোজা মুখে! উরফির নতুন বিকিনি দেখে তাজ্জব নেটিজেন

Published by: Akash Misra |    Posted: March 23, 2023 4:49 pm|    Updated: March 23, 2023 4:49 pm

Urfi Javed's New Instagram Post goes Viral| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসকরা বলে থকেন, নিয়মিত ফল খান, সুস্থ থাকবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ শুধু ফল খানই নয়, সঙ্গে ফল পরেনও! ভাবছেন এ আবার কেমন কাণ্ড? আসলে উরফি যেখানে, সেখানে আজব কাণ্ড তো ঘটবেই!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি উরফি জাভেদ তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে, উরফি বক্ষ জুড়ে কিউয়ি ফল। এই ফলকে বিকিনির কায়দায় পরেছেন উরফি। সঙ্গে কালো রঙের ট্রাউজার। এরকমই এক ভিডিও পোস্ট করে উরফি জানতে চাইলেন, ‘বলুন তো কোন ফল?’

[আরও পড়ুন: ‘সবাই আমাকে ক্ষমা করবেন!’ জন্মদিনে ভোলবদল কঙ্গনার, পোস্ট করলেন বিশেষ ভিডিও]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

 

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: ‘আমার চেয়েও প্রতিভাবান’, নেটদুনিয়ায় ‘ছোট্ট পাঠান’কে খুঁজে পেলেন শাহরুখ,কে এই খুদে? ]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে