BREAKING NEWS

২৮ শ্রাবণ  ১৪২৭  বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০ 

Advertisement

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি, ভরতি হাসপাতালে

Published by: Sandipta Bhanja |    Posted: January 18, 2020 5:40 pm|    Updated: January 18, 2020 9:31 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দুপুরবেলা নাগাদ এক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শাবানা আজমি। বর্তমানে ভরতি নবি মু্ম্বইয়ের এক হাসপাতালে। শাবানার সঙ্গে ছিলেন স্বামী জাভেদ আখতারও। বরাত জোরে রক্ষা পান জাভেদ, বলছে ঘনিষ্ঠ সূত্র। সন্ধে নাগাদই শাবানাকে সেখান থেকে নিয়ে আসা হয় মুম্বইতে। বর্তমানে তিনি কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন। টুইটারে দ্রুত শাবানার আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বেলা-দুপুর গড়িয়ে বিকেল তখন ৩.৩০টে। মু্ম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে চলছিল শাবানার গাড়ি। সেই একই গাড়িতে ছিলেন জাভেদও। হঠাৎই সজোরে ধাক্কা মেরে এক ট্রাকে। যার জেরে মুহূর্তের মধ্যে অভিনেত্রীর গাড়ি একপ্রকার তুবড়ে যায়। ভিতরে বসে থাকা শাবানার মুখের একাধিক অংশ থেকে গলগল করে রক্ত বেরতে শুরু করে। দুর্ঘটনার কবলে পড়ে মুখের একাধিক অংশে ক্ষত হয়েছে বলেও জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্রে। এও জানা গিয়েছে যে, একপ্রকার ভাগ্যের জোরেই বেঁচে গিয়েছেন সংগীতকার তথা লেখক জাভেদ আখতার। দুর্ঘটনা ঘটা মাত্রই আশপাশ থেকে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করেন অভিনেত্রীকে। পিছনের সিটে বসে থাকাতেই প্রাণে বেঁচে যান অভিনেত্রী এবং জাভেদ আখতার।

[আরও পড়ুন: রাজ-শুভশ্রীর বাড়িতে জমাটি আড্ডা শিবু-নন্দিতার, নয়া ছবির ইঙ্গিত নাকি? ]

মু্ম্বই-পুণে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিকে তখনই ভরতি করা হয় নবি মু্ম্বইয়ের এমজিএম হাসপাতালে।দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অনেকটা অংশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: অ্যালঝাইমার্স রোগী সৌমিত্রের চিকিৎসক পরম, বাস্তব সমস্যা তুলে ধরল ‘শ্রাবণের ধারা’র ট্রেলার]

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement