Advertisement
Advertisement
Vidya Balan

নিজের জন্মদিনের পার্টিতেই রহস্যজনক মৃত্যু ব্যক্তির! বিদ্যা বালনের চাঞ্চল্যকর দাবি, ‘খুন হয়েছেন’

প্রাসাদোপম বাড়িতে নৈশভোজের আয়োজন করে নিজেই মৃত ব্যক্তি!

Vidya Balan's murder mystery Neeyat trailer has resemblance to Knives Out | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 22, 2023 3:35 pm
  • Updated:June 22, 2023 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনই বদলে গেল মৃত্যুদিনে! নিজের প্রাসাদোপম বাড়িতে নৈশভোজে স্বজন, বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়ে এক পার্টির আয়োজন করেছিলেন জনৈক ধনী ব্যক্তি। কিন্তু কী কাণ্ড! সেইরাতে নিজের বার্থডে পার্টি থেকেই উদ্ধার হল তাঁর লাশ। আর সেই রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যকর দাবি বিদ্যা বালনের। অভিনেত্রীর মন্তব্য, “এটা খুন।”

বাস্তবে নয়। এই প্লট অবশ্য ‘নিয়ত’ সিনেমার। বৃহস্পতিবার যে ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানেই গোয়েন্দার ভূমিকায় দেখা গেল বিদ্যা বালনকে। যা দেখে অনেকেই হলিউডি সিনেমা ‘নাইভস আউট’-এর হিন্দি সংস্করণ বলে মনে করছেন। অনেকেই আবার অগাথা ক্রিস্টির ডার্ক থ্রিলারের গন্ধ পেল। পরিচালনায় অনু মেনন।

Advertisement

প্রসঙ্গত, ‘নিয়ত’ ছবির সুবাদেই দীর্ঘ চার বছর পর পর্দায় প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন বিদ্যা বালন। ট্রেলারে তাঁর গোয়েন্দা লুক ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। পরনে ওভারকোট। কপালের সামনে ছোট করে ছাঁটা চুল, খানিক ভিন্ন অবতারেই ধরা দিলেন বিদ্যা। এর আগে অবশ্য ‘ববি জাসুস’ সিনেমাতেও তাঁকে গোয়েন্দার ভূমিকায় দেখা গিয়েছিল। তবে সেখানকার থেকে ‘নিয়ত’ ছবিতে বিদ্যা বালনের চরিত্র অনেকটাই আলাদা।

[আরও পড়ুন: আলিয়ার সামনে রণবীরের রূপের প্রশংসা! হিংসায় জ্বলে কী করলেন ‘কাপুর বধূ’?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vidya Balan (@balanvidya)

প্রসঙ্গত, ‘নিয়ত’-এ অভিনয় করেছেন রাম কাপুর। যিনি সেই বিত্তশালী ব্যক্তি, রহস্যজনকভাবে যাঁর মৃত্যু ঘটে। এছাড়াও রয়েছেন- রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, প্রাজাক্তা কোহলি, নিক্কি ওয়ালিয়ারা।

[আরও পড়ুন: মাদকে আসক্ত শ্রুতি হাসান? প্রশ্ন উঠতেই সপাট জবাব অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement