Advertisement
Advertisement

Breaking News

‘বাহুবলী’র সঙ্গে পাল্লা দিয়ে এবার ১০০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’

বিশ্বব্যাপী 'বাহুবলী'র সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে বলিউডের এই ছবি৷

Dangal's worldwide box office collection crosses Rs 1000 crore mark
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 1:54 pm
  • Updated:May 15, 2017 3:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার কোটির ক্লাবে ঢুকে বিশ্ব মানচিত্রে ভারতীয় চলচিত্র জগতের মাথা উঁচু করেছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ এখনও পর্যন্ত এ দেশে যত ছবি তৈরি হয়েছে, সবাইকে টপকে বক্স অফিসে রেকর্ড গড়েছে এসএস রাজামৌলির বিগ বাজেটের ছবি৷ এবার ১ হাজার কোটির মাইলস্টোন ছুঁয়ে নজির গড়ল আমির খানের সুপারহিট ‘দঙ্গল’ও৷

[জানেন, লাদেনের জন্য আধারের আবেদন করেছিলেন সাদ্দাম?]

দুই ভারতীয় কুস্তিগিরের জীবনকাহিনি নিয়ে তৈরি ছবি গত বছর মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল৷ যদিও ‘বাহুবলী’র সিক্যুয়েলের মতো হাজার কোটির অঙ্ক ছুঁতে পারেনি ‘দঙ্গল’৷ তবে চলতি মাসে চিনে এই ছবি মুক্তি পেতেই তৈরি হল রেকর্ড৷ চিনের সিনেমা হলগুলিতে ছবি মুক্তির প্রথম দিনই ২০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ভারতীয় ছবি৷ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পরিচালক নীতেশ তিওয়ারির ছবি সব মিলিয়ে ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল৷ একটি সর্বভারতীয় পোর্টাল Boxofficeindia.com-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১০ দিনের মধ্যে ৩৮২ কোটির ব্যবসা করেছে ‘দঙ্গল’৷ আর গোটা বিশ্বে সব ভাষা মিলিয়ে ছবির বক্স অফিস কালেকশন ১১০০ কোটি টাকা৷ অর্থাৎ বিশ্বব্যাপী ‘বাহুবলী’র সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে বলিউডের এই ছবি৷

Advertisement

[মায়ামি বিচ মায়াবী প্রিয়াঙ্কার লাস্যে, দোসর আদ্রিয়ানা]

এর আগে ৩৬০ কোটি টাকার ব্যবসা করে বি-টাউনের বাকি ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছিল ‘দঙ্গল’৷ সলমন খানের ‘সুলতান’ থেকে শাহরুখ খানের ‘দিলওয়ালে’, কেউই এত ব্যবসা করতে পারেনি৷ তবে চিনে মুক্তি পাওয়ার পরই নিজের রেকর্ডকেও ছাপিয়ে গেল আমির খানের এই ছবি৷ এদিকে, ইতিমধ্যেই দেশে ‘বাহুবলী ২’ ৮০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ তবে বিদেশের বাজারে ধীর গতিতেই চলছে দক্ষিণ ভারতের এই ব্লকবাস্টার ছবিটি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ