BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার বড়পর্দায় একসঙ্গে দীপিকা-নেইমার!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 7, 2016 8:44 pm|    Updated: June 7, 2016 8:45 pm

Deepika Padukone to share screen space with footballer Neymar Jr in 'xXx'?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠ ছেড়ে ক্যামেরার সামনে! হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করছেন নেইমার জুনিয়র৷ দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে ব্রাজিল-বার্সেলোনার তারকা ফুটবলারকে৷ তবে ছবিতে তাঁর উপস্থিতি খুবই কম সময়ের জন্য৷ অতিথি শিল্পী হিসাবে ছোট্ট একটি চরিত্রে নেইমার দুর্দান্ত অভিনয় করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অভিনেতা ভিন ডিজেল৷

deepika_web

ছবির জন্য নেইমারের বিশেষ লুক ইনস্টাগ্রামে পোস্ট করে ডিজেল লিখেছেন, নেইমার ভীষণ ন্যাচারাল অভিনেতা৷ নেইমারের বড়পর্দায় আত্মপ্রকাশের ঘটনার পাশাপাশি দীপিকারও এটাই প্রথম হলিউড ছবি৷ ইতিমধ্যেই শেষ ছবির শুটিং৷ তবে নেইমার-দীপিকাকে বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত৷

neymar_web

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে