Advertisement
Advertisement

‘তুমি এয়েচো’র পর এবার ‘কলঙ্কিনী রাধা’! নেটদুনিয়ায় ফের ট্রোলড দিতিপ্রিয়া

ব্যাপারটা কী?

Ditipriya trolled again
Published by: Sayani Sen
  • Posted:December 27, 2018 4:26 pm
  • Updated:December 27, 2018 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তুমি এয়েচো’-র পর এবার ‘কলঙ্কিনী রাধা’৷ সোশ্যাল মিডিয়ায় আবারও সমালোচিত ‘রানি রাসমণি’৷ পানিহাটি উৎসব ও বইমেলার সাংস্কৃতিক মঞ্চে দিতিপ্রিয়া নাকি ‘কলঙ্কিনী রাধা’ গানটি গেয়েছিলেন৷ নেটিজেনরা তাঁকে ‘বেসুরো কন্ঠী’ বলতেও রেয়াত করেননি৷ এই গান শুনে নেটিজেনদের অনেকেই নাকি বলছেন ‘রক্কে করো রগুবীর’৷

[টলিপাড়ায় সানাইয়ের সুর, পরিণতি পেল অরিত্র-মহুয়ার প্রেম]

বাংলা টেলি দুনিয়ায় টিআরপির দৌড়ে এক্কেবারে শীর্ষে ‘রানি রাসমণি’৷ মুখ্য চরিত্রে অভিনয়ের সুবাদে দিতিপ্রিয়া হয়ে উঠেছেন প্রায় সকলেরই ঘরের মেয়ে৷ আর সেই ঘরের মেয়েকেই বারবার হাসির খোরাক বানাচ্ছেন নেটিজেনরা৷ মাসকয়েক আগে ‘রানি রাসমণি’-র জনপ্রিয় সংলাপ ‘তুমি এয়েচো’ নিয়ে তৈরি হয় মিম৷ তা নিয়ে আলোচনাও হয় বিস্তর৷ 

Advertisement

[ক্ষমতার সঙ্গে প্রতিভার লড়াই দেখাবে ‘বিজয়িনী’]

সেই রেশ কাটতে না কাটতেই আবারও দিতিপ্রিয়াকে নিয়ে হাসিঠাট্টায় মশগুল নেটিজেনরা৷ এবারের ঘটনা যদিও একেবারে অন্যরকম৷ গত রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটি উৎসব ও বইমেলার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিতিপ্রিয়া৷ মঞ্চে উঠেই প্রথমে দর্শকদের ধন্যবাদ জানান তিনি৷ এরপর দর্শকদের দিক থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক গানের অনুরোধ৷ দর্শকদের অনুরোধ বলে কথা, তা কি আর ফেলা যায়! তাই তো দিব্যি গানও গাইতে শুরু করেন তিনি৷ রাধারমণ দত্তের ‘কলঙ্কিনী রাধা’ গানে জমে ওঠে অনুষ্ঠান৷ শীতের রাতে দিতিপ্রিয়ার গানের সুরে দর্শকরা রীতিমতো নাচতে শুরু করেন৷ ভালয় ভালয় অনুষ্ঠান মিটে যায়৷ দিতিপ্রিয়ার কণ্ঠে গাওয়া ‘কলঙ্কিনী রাধা’ গানটি ইউটিউবে পোস্ট করেন পানিহাটি উৎসব কমিটির এক সদস্য৷ বিদ্যুতের গতিতে সেই গান ছড়িয়ে পড়ে ফেসবুকে৷ ব্যস! তারপর থেকেই তা নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে৷ অনুষ্ঠানে আসা দর্শকদের মন ছুঁয়ে গেলেও, নেটিজেনদের মন জয় করতে পারেনি দিতিপ্রিয়ার গান৷ অনেকেরই বক্তব্য, বেসুরো কণ্ঠে গান গেয়েছেন দিতিপ্রিয়া৷ কেউ কেউ আবার দিতিপ্রিয়াকে কটাক্ষ করতে বেছে নিয়েছেন ‘রানি রাসমণি’-র সংলাপ৷ গান শুনে তাঁরা বলেছেন ‘রক্কে করো রগুবীর’৷

Advertisement

[বাল্যবিধবার লড়াই এবার পর্দায়, আসছে সমরেশ মজুমদারের ‘সাতকাহন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ