Advertisement
Advertisement

কাজে ফাঁকি পরিণীতির, কাটা গেল পারিশ্রমিক

বোঝো ঠ্যালা!

Dubai tourism upset with Parineeti, to pay her less than what was decided
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 12:48 pm
  • Updated:January 26, 2017 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে সোনম কাপুর থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত প্রায় সকলেই মজে রয়েছেন দুবাইয়ে৷ হোটেল থেকে শুরু করে শপিং মল কিংবা অ্যামিউজমেন্ট রাইড – দুবাইয়ের প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে বলি তারকাদের৷ কিন্তু এ সবের মধ্যেই দুবাই মন্ত্রিসভার বিরাগভাজন হলেন পরিণীতি চোপড়া৷

জানা গিয়েছে, সোনম এবং সুশান্তের মতো পরিণীতিরও দুবাই ট্যুরিজমের প্রচার করার কথা ছিল৷ কিন্তু তিনি নাকি সেসব কাজ করছেন না মন দিয়ে৷ দুবাইয়ের মন্ত্রীদের থেকে প্রচারের কাজ হাসিল করলেও কাজে নাকি বেশ গাফিলতির প্রমাণ দিয়েছেন তিনি৷ আর ঠিক সেই কারণেই তাঁর উপর চটেছেন দুবাইয়ের মন্ত্রীরা৷

Advertisement

অভিনেত্রীর সঙ্গে দুবাই ট্যুরিজম প্রচার করা নিয়ে তাঁদের যে চুক্তি হয়েছিল, সেই মতো তাঁরা পরিণীতিকে পারিশ্রমিক দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ জানা গিয়েছে, প্রচারের জন্য ১৯ লক্ষ টাকা নেওয়ার কথা ছিল অভিনেত্রীর৷ কিন্তু কাজ ঠিক ভাবে না করায় সেই টাকার অঙ্ক কমাতে চলেছে দুবাই মন্ত্রীসভা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement