Advertisement
Advertisement

Breaking News

‘বিশ্বজুড়ে গড়ব একটা নতুন দেশ’, করোনা যুদ্ধে জোট বাঁধার ডাক দিলেন ভয়েস ওভার আর্টিস্টরা

ভিডিওয় নজর কেড়েছেন জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু।

Voice over artists of Kolkata make a video on corona awareness
Published by: Bishakha Pal
  • Posted:April 26, 2020 4:40 pm
  • Updated:April 26, 2020 4:40 pm

দুলাল দে: করোনা যুদ্ধে শামিল হল ‘অভতার’ (অ্যাসোসিয়েশন অফ ভয়েস ওভার আর্টিস্টস, ট্রান্সক্রিপটার্স অ্যান্ড সাউন্ড রিরেকর্ডিস্টস অফ কলকাতা)। ওয়েষ্টবেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে আর্থিক সাহায্যের পর এবার তাঁদের মধ্যে ৪৪ জন শিল্পী করনাতঙ্কে সকলকে সতর্ক করতে গলা মেলালেন সংগঠনের সাধারণ সম্পাদক অদ্রিজ চৌধুরীর লেখা কবিতায়৷ পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বেও ছিলেন অদ্রিজ নিজেই৷ সংগীত আয়োজনে অর্ঘ ঘোষ, মিক্সিং কৃষেন্দু মণ্ডল, ভিডিও সম্পাদনা অভীক চক্রবর্তী৷ এত বাস্তববাদী ও প্রাসঙ্গিক কবিতা লকডাউন পিরিয়ডে এই প্রথম৷

অডিও ভিডিওটির কাণ্ডারি হয়ে আছেন যথাক্রমে জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু, খাস-কৌশিক, নমিতা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, মানসী সিনহা ও প্রবীর দত্ত৷ এদের মধ্যে মানসী, সুদীপ, কৌশিক, প্রবীর ও নমিতা অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভয়েস ওভার ও ভয়েস ডাবিংয়ের সঙ্গে যুক্ত তাঁদের পর্দায় অভিনয় জীবনের অনেক আগে থেকেই৷ এই দুর্দিনে তাঁরা তাঁদের দায়িত্ব ভুলে না গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্য ‘অভতার’-এর পাশে এসে দাঁড়িয়েছেন৷ ‘অভতার’-এর সঙ্গে থাকার জন্য শ্রীযুক্ত জগন্নাথ বসু ও শ্রীযুক্তা ঊর্মিমালা বসুর কাছেও প্রত্যেক সদস্য ভীষণ ভাবে কৃতজ্ঞ৷ এই অডিও ভিডিওতে বিশেষভাবে নজর কাড়বে প্রখ্যাত গীতিকার ও কবি কিংশুক চট্টোপাধ্যায়ের পুঁচকে রাজকন্যা ‘লাবণ্যা’। তার জন্য তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে৷

Advertisement

[ আরও পড়ুন: এশিয়ার সেরা ২৫ খাদ্য বিষয়ক ছবির মধ্যে জায়গা পেল ‘আহা রে’, আপ্লুত ঋতুপর্ণা ]

আজ বিশ্বজুড়ে এই টালমাটাল অবস্থায় তাঁরা জোট বাঁধার ডাক দিচ্ছেন সকলকে এই কবিতার মাধ্যমে। আর বোঝাতে চাইছেন আমাদের বর্তমান ও আগামী দিনগুলির পরিস্থিতির কথা ও স্বপ্ন দেখছেন ও ডাক দিচ্ছেন সম্পূর্ণ নতুন এক দেশ গড়ার যা বর্তমানের থেকে সম্পূর্ণ আলাদা৷ সংগঠনের সভাপতি শ্রী শংকরী প্রসাদ মিত্র জানিয়েছেন, তাঁদের পরবর্তী পদক্ষেপ হল ‘অভতার’-এর সদস্যরা পরবর্তীকালে পথে নেমে সরকারকে সাহায্যের জন্য সাধারণ মানুষকে বোঝাবেন ও সর্বদা সরকারের ও মানুষের পাশে সাধারণ মানুষকে দাঁড়ানোর অনুরোধ করবেন৷ ‘অভতার’ সকলকে আরও একবার মনে রাখার অনুরোধ করছেন যে আর্টিস্ট ফোরামের মত ‘অভতার’-এর সদস্যরাও শিল্পী। তাঁরাও এই কলকাতার বুকেই রোজ চলচ্চিত্র ও টেলি জগতকে কর্মক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করে চলেছেন৷ কিন্তু তাঁদের না আছে ইন্ডাস্ট্রিতে পরিচয়, না আছে ত্রাণ, না আছে বীমা৷ সরকার যেন আর্টিস্ট ফোরামের মত ‘অভতার’-এর কথাও মাথায় রাখেন, বিবেচনা করেন৷

Advertisement

[ আরও পড়ুন: জয়পুরে প্রয়াত মা, মুম্বইয়ে ভিডিও কনফারেন্সে শেষকৃত্য দেখলেন ইরফান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ