সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ তাঁর কমেডির ভক্ত। আবার তাঁর ‘কিউট’ হাসিতে ফিদা যুবতীরা। মন খারাপ ভুলে তাঁর হিউমারে মুখে হাসি ফোটে আট থেকে আশির। কিন্তু জানেন কি, এই কপিল শর্মা রিয়েল লাইফে কার ফ্যান? কাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করেন তিনি? এতদিন সেই উত্তর লুকিয়েই রেখেছিলেন। এবার খুল্লমখুল্লা জানিয়ে দিলেন নিজের বেটার হাফের কথা।
[এটাই কি রাধিকার এখনও পর্যন্ত সবথেকে সাহসী ফটোশুট?]
শনিবার সোশ্যাল মিডিয়ায় গার্লফেন্ড্রের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন জনপ্রিয় কমেডিয়ান কপিল। লিখেছেন, “বেটার হাফ বলব না। বরং বলব, ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমার ভালবাসার মানুষকে আপনারাও স্বাগত জানান।” তবে ছবি পোস্ট করার আগে ভক্তদের বেশ খানিকক্ষণ সাসপেন্সেও রেখেছিলেন কপিল। জিনির কথা বলার আগে টুইট করেন, “আপনাদের একটি দারুণ খবর দিতে চাই।” এর মিনিট দশেক পর টুইটারে জিনির সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন তিনি।
Will not say she is my better half .. she completes me .. love u ginni .. please welcome her .. I love her so much:) pic.twitter.com/IqB6VKauM5
— KAPIL (@KapilSharmaK9) March 18, 2017
[ফের বড় পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস’]
সুপারহিট রিয়ালিটি শো ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর পর রমরমিয়ে চলছে ‘দ্য কপিল শর্মা শো’। অনুষ্ঠানে মাঝেমধ্যেই অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করতে দেখা যায় কপিলকে। কিন্তু তাঁর মনের সুতো ঠিক কোন দিকে বাঁধা রয়েছে, তা এতদিন অগোচরেই ছিল। অবশেষে দেখা মিলল গার্লফ্রেন্ড জিনির। ভক্তদের প্রশ্ন, এবার কি তাহলে সাত পাকে বাঁধা পড়ার পালা? কদিন আগেই করণ জোহরের শোতে কপিল বলেছিলেন, ইতিমধ্যেই একগুচ্ছ বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু এখনও কিছু ঠিক করে উঠতে পারেননি। তবে তাঁর মা চান, যত তাড়াতাড়ি সম্ভব ছেলে বিয়ের পিঁড়িতে বসুক। তারপরই এদিন সোশ্যাল মিডিয়ায় গার্লফ্রেন্ডের কথা জানালেন কপিল। কমেডিয়ান তথা বলিউড অভিনেতার এই পোস্টে যে অনেক যুবতীরই মন ভেঙে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।