Advertisement
Advertisement

Breaking News

গজেন্দ্র আউট, FTII-এর নয়া চেয়ারম্যান অনুপম খের

অনুপম খেরের নিয়োগ প্রসঙ্গে কী বললেন গজেন্দ্র?

Gajendra Chauhan shunted, Anupam Kher appointed FTII Chairman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2017 12:19 pm
  • Updated:August 7, 2021 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা গজেন্দ্র চৌহানের বিতর্কিত পর্বের শেষমেশ ইতি ঘটল। ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এফটিআইআই) নয়া চেয়ারম্যান হলেন অনুপম খের।

মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালের জুনে এফটিআইআই-এর চেয়ারম্যান পদে আসেন গজেন্দ্র চৌহান। চেয়ারম্যান হওয়া ইস্তক পড়ুয়াদের রোষের মুখে পড়েছিলেন তিনি। প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিজেপি ঘনিষ্ঠ গজেন্দ্র চৌহানের নিয়োগ কোনওভাবেই মেনে নিতে পারেননি তাঁরা। তাঁদের অভিযোগ ছিল, এই পদের যোগ্য নন গজেন্দ্র। দীর্ঘ ১৪০ দিন ধরে গজেন্দ্রর ইস্তফার দাবিতে প্রতিবাদ চালান ছাত্রছাত্রীরা। ভারতের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিক্ষাকেন্দ্রের পঠনপাঠন স্তব্ধ হয়ে গিয়েছিল। একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছিল পুনের ইনস্টিটিউটে। চলতি বছর মার্চে বিক্ষোভ শেষ হয়। এদিকে অভিনেতা হিসাবেও গজেন্দ্র চৌহানকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা। ফলে শীর্ষপদে থাকলেও সংস্থা পরিচালনায় কার্যকরী ভূমিকা কখনওই পাননি গজেন্দ্র।

Advertisement

[আমি ওঁর ফ্যান বয়, বিগ বি-র জন্মদিনে অকপট শচীন]

অবশেষে তাঁর জায়গায় প্রগতিশীল মনোভাবাপন্ন, জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা অনুপম খেরকে প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানো হল। ৫০০টিরও বেশি ছবিতে অভিনয় করা অভিজ্ঞ অভিনেতা সিবিএফসি এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামারও চেয়ারম্যান পদেও রয়েছে। টুইট করে অভিনেতা জানিয়েছেন, “এফটিআইআই-এর চেয়ারম্যান পদ পেয়ে অত্যন্ত গর্বিত। মন দিয়ে নিজের দায়িত্ব পালন করব।” গজেন্দ্রর পরিবর্তে পদ্মশ্রী এবং পদ্মভূষণ জয়ী অনুপম খেরকে চেয়ারম্যান হিসেবে পেয়ে সন্তুষ্ট পড়ুয়ারাও।

[হৃদয়ে গভীর যন্ত্রণা নিয়ে রাজ্যসভা থেকে ইস্তফা মুকুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ