Advertisement
Advertisement

Breaking News

এটাই ‘লাস্ট ক্রিসমাস’, চলে গেলেন জর্জ মাইকেল

মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷

George Michael dead on Christmas Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2016 11:18 am
  • Updated:December 26, 2016 11:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বড়দিনের মরশুম এলেই তাঁর ‘লাস্ট ক্রিসমাস’ বিশ্ববাসীর মুখে মুখে ফেরে৷ কিন্তু কে জানত, এটাই হবে তাঁর লাস্ট ক্রিসমাস! ‘লাস্ট ক্রিসমাস’-এ নিজের হৃদয় দিয়ে চলে গেলেন জর্জ মাইকেল৷ মাত্র ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় এই ব্রিটিশ গায়ক৷ রবিবার ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাড়িতে মৃত্যু হয় এই শিল্পী, গীতিকার এবং সংগীত প্রযোজকের৷

আশির দশকের এই আন্তর্জাতিক পপ তারকা যাত্রা শুরু হয় ‘হোয়াম’ নামে জনপ্রিয় গ্রুপের সঙ্গে গান গেয়ে৷ তবে একা পারফর্ম করতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন জর্জ৷ সেই তাগিদেই শুরু করেন একক সংগীত পরিবেশন৷ অল্প সময়েই ‘হোয়াম’-এর জনপ্রিয়তাকেও ছাপিয়ে যান এই সুদর্শন গায়ক৷ দর্শকদের উপহার দেন ‘ওয়েক মি আপ বিফোর ইউ গো’, ‘কেয়ারলেস হুইসপার’, ‘লাস্ট ক্রিসমাস’ এবং ‘দি এজ অফ হেভেনে’র  মত গান৷

Advertisement

১৯৯৮ সালে জর্জ হঠাৎ ঘোষণা করেন তিনি সমকামী৷ নিষিদ্ধ মাদক সেবনের জন্য বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর ড্রাইভিং লাইসেন্সও৷ এতে অবশ্য গায়কের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি৷ বিলবোর্ড সর্বকালের সেরা ১০০ গায়কের তালিকায় বিশ্বের ৪০তম সবচেয়ে সফল শিল্পী জর্জ৷ ২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি৷ সেরে উঠলেও তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল৷ তবে কী কারণে জর্জের মৃত্যু হয়েছে তা নিয়ো ধোঁয়াশা রয়ে গিয়েছে৷ পারিবারিক বিবৃতিতেও কোনও কারণ উল্লেখ করা হয়নি৷ পুলিশের অবশ্য ধারণা স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়কের৷ জর্জের দীর্ঘ সময়ের ম্যানেজার মাইকেল লিপম্যানের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পপ তারকার৷ নিজের বিছানায় চিরশান্তির নিদ্রায় ডুব দিয়েছেন তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ