Advertisement
Advertisement
গুলমাকাই

মালালার বায়োপিকে কোরানের অসম্মান! ফতোয়া জারি পরিচালকের বিরুদ্ধে

মৌলবীর ফতোয়ার পালটা মানবিক বার্তা দিলেন পরিচালক।

'Gul Makai' movie director based on Malala Yousufzai faces fatwa
Published by: Sandipta Bhanja
  • Posted:January 29, 2020 2:05 pm
  • Updated:January 29, 2020 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনিষ্ঠতম নোবেল প্রাপক মালালা ইউসুফজাই। গত বছরই ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। বন্দুকের নলের সামনে যে মেয়ে অকুতোভয়। দৃপ্ত কণ্ঠে মেয়েদের পড়াশোনার অধিকারের জন্য যিনি লড়েছিলেন। সেই লড়াই আজও থামেনি। এমন সাহসী মেয়ের জীবনকাহিনি অবলম্বনে তৈরি ‘গুলমাকাই’ সিনেপর্দায় আসছে জানুয়ারির ৩১ তারিখে। তবে মুক্তির আগেই ঘটল বিপত্তি। ‘গুলমাকাই’ পরিচালক আমজাদ খানের বিরুদ্ধে জারি হল ফতোয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ‘গুলমাকাই’ ছবিতে কোরানকে অসম্মান করা হয়েছে।

পরিচালক আমজাদ খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন এক মৌলবী। যিনি আদতে নয়ডার বাসিন্দা। আমজাদ খানের কথায়, ছবির শুটিংয়ের সময় থেকেই বহুবার হুমকি খেয়েছেন। তবে এবার মালালার বায়োপিকের পোস্টার নিয়ে আপত্তি তুলেছেন নয়ডার সেই মৌলবি। পোস্টারে দেখা গিয়েছে মালালা হাতে একটি বই নিয়ে দাঁড়িয়ে। প্রেক্ষাপটে বিস্ফোরণও তুলে ধরা হয়েছে। আর মালালর হাতে থাকা সেই বই নিয়েই আপত্তি তুলেছেন মৌলবী। তিনি ভেবেছেন সেই বই বোধহয় কোরান।

Advertisement

[আরও পড়ুন: ধূমপান বিরোধী বার্তা ‘ফেলুদা’ টোটার, নেপাল থেকে টাটকা ছবি পাঠালেন সৃজিত]

এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎ‍কারে পরিচালক আমজাদ খান মৌলবী প্রসঙ্গে জানিয়েছেন, “ওঁর ধারনা আমরা পবিত্র কোরানকে যথাযথ সম্মান জানাইনি। অমর্যাদা করেছি। উনি তো আমাকে ‘কাফির’ও বলেছেন। আপাতত ওঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। বোঝানোর চেষ্টা করব যে মালালার হাতে ধরে থাকা বইটি আসলে কোরান নয়, একটি ইংরেজি বই।”

Advertisement

তবে পরিচালক কিন্তু কোনও আইনি পদক্ষেপ করতে চান না। বরং আমজাদের বক্তব্য, “আমার ছবি ‘গুলমাকাই’ শান্তির বার্তা দেয়। কাজেই এখন যদি ওই মৌলবীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করি, তাহলে আবার ওঁকে নিয়ে টানাটানি শুরু হবে। আর তাই যদি হতেই হয়, তাহলে ছবিতে শান্তির বার্তা ছড়িয়ে আর কী লাভ!” ছবিতে মালালার চরিত্র ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী রিম শেখ। ছবিতে অভিনয় করেছেন দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠী, অতুল কুলকার্নি ও মুকেশ ঋষি। জানুয়ারির ৩১ তারিখে আসছে ‘গুল মাকাই’। এবার দেখার মুক্তির আগে এই ছবি নিয়ে ফের কোনও জলঘোলা হয় কিনা!

[আরও পড়ুন:কাদামাখা মাঠে পায়ে ফুটবল, আবেগ উসকে দিল অজয়ের ‘ময়দান’-এর প্রথম ঝলক ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ