Advertisement
Advertisement

টেলিভিশনের পার্বতী রিয়েল লাইফে বিকিনিতে, বিতর্ক!

ভারত পরিণত হয়েছে মূর্খের দেশে! এই ভারতের বুকে বসেই কালিদাস তাঁর কুমারসম্ভবম কাব্যে দেবী পার্বতীর রূপবর্ণনা করেছিলেন। লিখেছেন, পার্বতীর স্তনদুটি এতটাই বড় এবং গায়ে গায়ে চাপা যে একটি সুতোও গলার জায়গা পাবে না!

Indian TV's Onscreen Parvati Faces Flak For Bikini-Clad Pics On Internet, Gives Fitting Reply To Haters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 6:45 pm
  • Updated:July 13, 2018 3:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিনি রাঁধেন, তিনি কি চুলও বাঁধেন না?
অথচ, ছোটপর্দার দেবী পার্বতীকে যে-ই না বিকিনিতে লাস্যময়ী রূপে দেখল দুনিয়া, কথাটা বেমালুম ভুলে মেরে দিল!

sonarika_web
ঘটনাটা ‘দেবোঁ কে দেব মহাদেব’ ধারাবাহিকের পার্বতী সোনারিকা ভাদোরিয়াকে নিয়ে! ধারাবাহিকটি তো জনপ্রিয় হয়েছিল বটেই! এবং তার মুখ্য চরিত্র শিব-পার্বতীর ভূমিকায় অভিনয় করে ঠিক ততটাই জনপ্রিয় হয়েছিলেন মোহিত রায়না এবং সোনারিকাও! এক সময়ে তিনি পারিশ্রমিক বাড়ানোর দাবি করলে ধারাবাহিক-কর্তৃপক্ষ তাঁর জায়গায় নিয়ে আসেন বাংলা ছায়াছবির নায়িকা পূজা বসুকে। কিন্তু, পূজা পার্বতী হিসেবে মোটেই নাম কিনতে পারেননি! টিআরপি পড়তে থাকলে শেষ পর্যন্ত দাবি মেনে নিয়ে আবার সোনারিকাকেই ফিরিয়ে আনতে হয়!

Advertisement

sonarika1_web
তবে, এই জনপ্রিয়তা যে এবার উল্টো চাপ দেবে, কে ভাবতে পেরেছিল!
আসলে, ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে অনেক দিন হল! সেই জনপ্রিয়তাকে সম্বল করে সোনারিকাও ছোটপর্দা থেকে পা বাড়িয়েছেন বড়পর্দার দিকে। সই করেছেন একটি দক্ষিণী ছবি। তার শুটিংয়ের ফাঁকেই সমুদ্রসৈকতে দিন কয়েকের অবসরযাপনে মন দিয়েছিলেন তিনি। তার সঙ্গেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যৌবনোদ্ধত কয়েকটি ছবি। সেই সব ছবিতে দেখা গিয়েছে সমুদ্রের জলোচ্ছ্বাসের অনুষঙ্গে তাঁর উতলা যৌবনের ছবি।

Advertisement

sonarika2_web
ব্যস! আর যায় কোথায়! সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হল গেল, গেল রব! বক্তব্য, দেবী পার্বতীর ভূমিকায় অভিনয় করেছেন যিনি, তাঁর এ কী বেহায়াপনা! সনাতন ধর্ম বলে তো তাহলে আর কিছুই রইল না!
সমালোচনা এতটাই খারাপ দিকে যায় যে শেষ পর্যন্ত ছবিগুলো মুছে দিতে বাধ্য হন সোনারিকা। এবং লিখতেও বাধ্য হন একটা জবাবদিহি!
কী লিখেছেন সোনারিকা?

commenst_1464430470_725x725

জানি না কোন পৃথিবীতে বাস করি! যেখানে এখন সারা পৃথিবী বডি শেমিংয়ের বিরুদ্ধে গলা তুলেছ, সেখানে শুধুমাত্র বিকিনি পড়েছি বলে আমায় সমালোচনার শিকার হতে হল! আমি একটা বিকিনি-পরা ছবি পোস্ট করেছিলাম। এবং তুমুল সমালোচনার মুখে পড়ে সেটাকে মুছে দিতেও বাধ্য হলাম। কেন না, যে ভাবে আমায় গাল-মন্দ করা হচ্ছিল, তা আর নিতে পারছিলাম না, বক্তব্য সোনারিকার!
বোঝাই যাচ্ছে, ব্যাপারটা কতটা খারাপ লেগেছে তাঁর! লাগাটাই স্বাভাবিক! কিন্তু, সমালোচনার মুখে পড়ে কেন ছবি মুছে দিলেন তিনি? ওটা তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সেখানে কী থাকবে, সেটা তো তিনি-ই ঠিক করবেন!

sonarika5_web
কেন ছবি মুছে দিলেন, তার জবাব অবশ্য দিয়েছেন তিনি। আমি ব্যাপারটা উপেক্ষা করতেই পারতাম, কিন্তু নেতিবাচকতা সামলানোর মতো প্রাপ্তমনস্ক আমি নই, অকপট জবানবন্দী তাঁর!
সত্যিই, ভারত পরিণত হয়েছে মূর্খের দেশে! এই ভারতের বুকে বসেই কালিদাস তাঁর কুমারসম্ভবম কাব্যে দেবী পার্বতীর রূপবর্ণনা করেছিলেন। লিখেছেন, পার্বতীর স্তনদুটি এতটাই বড় এবং গায়ে গায়ে চাপা যে একটি সুতোও গলার জায়গা পাবে না! লিখেছিলেন, পার্বতীর ঊরুদ্বয় লজ্জা দেবে কলাগাছ এবং হাতির শুঁড়ের আদলকেও! খোলাখুলি লিখেছিলেন হরগৌরীর যৌনমিলনের বর্ণনাও!

sonarika3_web
ভারত সেই সব ভুল গিয়েছে।
এখন তর্কের খাতিরে মেনে নেওয়াই যায়, ওটা সংস্কৃত বলে অধিকাংশ মানুষ পড়ে উঠতে পারেননি! অনুবাদ থাকা সত্ত্বেও!
কিন্তু, মন্দিরের গায়ের ভাস্কর্য? সেখানে দেবী পার্বতীর যে মূর্তি চোখে পড়ে, তা লজ্জা দেবে দুনিয়া-কাঁপানো পর্নস্টারদেরও!
তাহলে?

sonarika4_web
অজ্ঞানতাই কি এই দেশের একমাত্র ভবিষ্যৎ পরিণতি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ