BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

জিৎ, শুভশ্রীর মধ্যে দানা বাঁধছে অভিমান!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 19, 2016 9:06 pm|    Updated: June 19, 2016 9:06 pm

Jeet, Subhashree, Sayantika team up for Raj’s film

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ২০১৪-য় মুক্তি পেয়েছিল তাঁদের শেষ ছবি। ‘গেম’।
তার পরেই কি গেম-টা ধীরে ধীরে পালটে গেল? ওই ২০১৪-তেই মুক্তি পেল ‘বচ্চন’, জিতের যে ছবিতে স্রেফ একটা আইটেম নম্বর ছাড়া দেখাই যায়নি শুভশ্রীকে।
তার পরে কেটে গেল পাক্কা দুটো বছর। কিন্তু, জিৎ-শুভশ্রী জুটি আর ফিরল না!
এবারেও যে ফিরছে, এমনটা কিন্তু খুব জোর দিয়ে বলা যাচ্ছে না। যদিও রাজ চক্রবর্তীর নতুন ছবিতে অভিনয় করছেন দু’জনেই!
তা, দু’জনেই যদি অভিনয় করেন, তবে ছবিটাকে জুটির কামব্যাক কেন বলা যাচ্ছে না?

image
কেন না, ছবিতে জিৎ আর শুভশ্রীর মাঝে দেওয়াল তুলে দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়! এই তিন তারকাকে মুখ্য চরিত্রে রেখেই তৈরি হচ্ছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘অভিমান’।
জানা যাচ্ছে, ছবির গল্পে জিৎ-কে দেখা যাবে এক ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে। এই ট্যাক্সি ড্রাইভার ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা এক পরিবারকে জুড়তে চেষ্টা করবে। যে পরিবারেরই এক মেয়ে বাড়ি থেকে পালিয়ে জিতের ট্যাক্সিতে এসে উঠবে। তার পর তার সঙ্গে মিলে শুরু হবে জিতের অন্য পরিবারের সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা!
তবে, সেই মেয়েটি কে, শুভশ্রী না সায়ন্তিকা, তা এখনও জানা যায়নি।
আরও জানা গিয়েছে, এই ছবিতে দুর্গাপুজো নিয়ে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে। সেই জন্য টলিপাড়ায় শুরু হচ্ছে ফের অকালবোধনের তোড়জোর!
কথা আছে, কলকাতা, হায়দরাবাদ, ইতালি আর সুইজারল্যান্ডে ছবির শুটিং হবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে