BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

মুক্তির আগেই ২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘কাবালি’

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 2, 2016 8:04 pm|    Updated: June 2, 2016 8:04 pm

Kabali has raked in Rs 200 cr even before its release

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলিজের বাকি এখনও মাসখানেক৷ তার আগেই রেকর্ড করল ‘থালাইভা’ রজনীকান্ত অভিনীত ‘কাবালি’৷ ট্রেড অ্যানালিস্টদের মতে রিলিজের আগেই ডিস্ট্রিবিউটিং রাইট এবং স্যাটেলাইট রাইটের দৌলতে ২০০ কোটি টাকা কামিয়েছে তামিল ছবিটি৷

রেকর্ড অঙ্কে কর্নাটকের পরিবেশনা স্বত্ব কিনেছেন এক ডিস্ট্রিবিউটর৷ লিঙ্গা ছবির প্রযোজনা সংস্থা রকলাইন ভেঙ্কটেশ এই স্বত্ব কিনেছে৷ ছবিটির পরিবেশনা স্বত্ব কিনতে আগ্রহী অনেকেই৷ হিন্দিতে এই ছবিটির ডাবিং রাইট কিনতে ইতিমধ্যেই চেন্নাইয়ে দরবার শুরু করেছেন বলিউডের দুই নামজাদা পরিবেশক সংস্থা৷ এমনকী চিনা ভাষায় ছবিটির স্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে হংকংয়ের একটি সংস্থাও৷ ইউরোপে এখনও পর্যন্ত বিক্রি হওয়া ছবির মধ্যে রেকর্ড অঙ্কে বিক্রি হয়েছে ফ্রান্সের ডাবিং রাইট৷ আগামী ১ জুলাই তামিল, তেলেগু, মালায়লম এবং হিন্দিতে রিলিজ হবে ছবিটি৷

kabali1

মালয়েশিয়ায় বাজার সিনেমার ধরতে এই প্রথম তামিল সিনেমা হিসেবে মালয় ভাষাতেও ছবিটি ডাব করা হয়েছে৷ আগামী ১১ জুন চেন্নাইয়ে ছবিটির মিউজিক লঞ্চ হবে৷ রিলিজের আগেই যদি এই অবস্থা হয় দেখা যাক রিলিজের পর ঝড় নাকি সুনামি, কি উপহার দেয় কাবালি৷ আপনি তৈরি তো? পর্দা উঠল বলে!

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে