ad
ad

রণবীরকে ছাড়াই ছাদনাতলায় ক্যাটরিনা!

সত্যি বলতে কী, বউয়ের সাজে ক্যাটের অমন নাচ দেখে চোখ ফেরানো দায়!

Katrina’s bridal looks and dance rocks the flood
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 2:19 pm
  • Updated:August 24, 2016 2:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো সেদিন সম্পর্ক ভাঙল রণবীরের সঙ্গে৷ আর এর মধ্যেই মনের সুখে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা? নাচে-গানে মাতোয়ারা হয়ে একেবারে মেতে উঠলেন? এমনটাও সম্ভব?

বিশ্বাস হচ্ছে না তো? নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করা সম্ভব৷ একাকীত্বের যন্ত্রণায় ছটফট করতে থাকা ক্যাটরিনা হঠাৎই রীতিমতো বউয়ের সাজে চমকে দিলেন সকলকে৷ শুধু তাই নয়, বিবাহ অনুষ্ঠানে নিজেও কোমর দোলালেন চুটিয়ে৷ বুঝিয়ে দিলেন তিনি বেশ আছেন৷

কিন্তু ক্যাটের বিয়ে দেখে বাস্তবে চোখ কপালে উঠলেও, ক্যাট সুন্দরী কিন্তু আপাতত রিয়েললাইফের বিয়ে থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন৷ তিনি নিজের বিয়েতে নাচলেন বটে৷ তবে সেটি সিনেমার পর্দায়৷

ক্যাটরিনা এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘বার বার দেখো’ ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরেই৷ সেই ছবিরই নতুন গান ‘নাচনে দে সারে’ গানটিতে রীতিমতো ধুম মাচালেন ক্যাট৷ ক্যাটের পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্রা, রাম কাপুর এবং সারিকার মতো অভিনেত্রীকেও দেখা গিয়েছে গানটিতে৷ গানের তালে কোমর দুলিয়েছেন সকলেই৷

কিন্তু সত্যি বলতে কী, বউয়ের সাজে ক্যাটের অমন নাচ দেখে চোখ ফেরানো দায়!

দেখুন  সেই ভিডিওটি:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ