Advertisement
Advertisement

Breaking News

রাধিকার ‘পর্ন’ সিডি দেদার বিকোচ্ছে শহরে!

বিতর্ক যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না বলিউডের এই অফবিট অভিনেত্রীর৷

Leaked Scene From 'Parched' of Radhika Apte is being sold as Porn in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 11:42 am
  • Updated:September 8, 2016 12:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন ছবিতে রাধিকা আপ্তে! আর সেই সিডি এখন দেদার বিকোচ্ছে কলকাতার বাজারে৷ চমকে ওঠার মতোই খবর!

একদিকে যখন বৃহস্পতিবার কিংবদন্তি আশা ভোঁসলের ৮৩ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁরই গাওয়া জনপ্রিয় গানে ডান্স পারফরম্যান্সের প্রস্তুতি নিচ্ছেন বলিউডের এই অফবিট অভিনেত্রী, তখনও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর৷ বারবার অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়া ও তা নিয়ে অনর্থক সমালোচনার শিকার হন তিনি৷ আর এবারের ঘটনা তো সবকিছুর ঊর্ধ্বে চলে গেল৷

Advertisement

কোনও পর্ন ছবিতে অভিনয় না করেও পর্ন হিসেবে বাজারে বিক্রি হচ্ছে রাধিকা আপ্তের সিডি৷ ঘটনা হল, সম্প্রতি তাঁর একটি নগ্ন ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল৷ যা আসলে ‘পার্চড’ ছবির একটি দৃশ্য৷ বলিউড ডিভা রাধিকা ও আদিল হুসেনের সেই ঘনিষ্ঠ দৃশ্যই পর্ন হিসেবে শহরের বাজারে বিকোচ্ছে৷ একটি ইংরাজি সংবাদ পত্রের খবর অন্তত এমনটাই৷

Advertisement

cc_1471343626_725x725_1473253298

কয়েক বছর আগে ‘ছত্রাক’ ছবিতে অভিনেত্রী পাওলি দামের একটি নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল৷ এবার সেই একই ঘটনার শিকার হলেন রাধিকা৷ ‘পার্চড’ ছবিটি ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন চলচিত্র উৎসবে দেখানো হয়েছে৷ দারুণ প্রশংসাও কুড়িয়েছে ছবিটি৷ চলতি মাসের ২৩ তারিখ ভারতে মুক্তি পাওয়ার কথা রাধিকার বহু চর্চিত এই ছবি৷ কিন্তু তার আগেই পরিচালক লীনা যাদবের ছবির সিডি বাজারে এসে গিয়েছে৷ তাও আবার আনসেন্সরড ভার্সনটি৷ মাত্র ৯০ টাকা দিলেই ক্রেতারা সেই ছবির সিডি হাতে পাচ্ছেন৷

parched

শাহিদ কাপুর অভিনীত ছবি ‘উড়তা পাঞ্জাব’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল৷ এবার একই সমস্যায় পড়ল ‘পার্চড’৷ স্বাভাবিকভাবেই ছবিটি ভারতে মুক্তির আগে এমন ঘটনায় অস্বস্তিতে পড়েছেন কলাকুশলীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ