Advertisement
Advertisement

প্রয়াত বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা রজ্জাক খান

বাদশা, হ্যালো ব্রাদার থেকে জরু কা গুলাম, কেয়া কুল হ্যায় হাম, রূপোলি পর্দায় তাঁর এই স্মৃতিগুলিই রয়ে যাবে সিনেপ্রেমীদের মনে৷

Popular Bollywood actor and comedian Razzak Khan passes away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2016 9:07 pm
  • Updated:June 1, 2016 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রয়াত বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা রজ্জাক খান৷ মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ সঙ্গে সঙ্গে বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবির মাধ্যমে বলিউডের মাটিতে পা রাখেন রজ্জাক৷ তারপরে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ বলিউডে ছবির সংখ্যা প্রায় ৯০৷ প্রত্যেক ছবিতেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন এই বলিউড অভিনেতা৷ বাদশা, হ্যালো ব্রাদার থেকে জরু কা গুলাম, কেয়া কুল হ্যায় হাম, রূপোলি পর্দায় তাঁর এই স্মৃতিগুলিই রয়ে যাবে সিনেপ্রেমীদের মনে৷ তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement