BREAKING NEWS

১৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  সোমবার ২৯ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

গানের দুনিয়ায় নয়া নজির প্রিয়াঙ্কার!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 24, 2016 11:21 am|    Updated: May 24, 2016 11:21 am

Priyanka Chopra Royally Slayed The Billboard Music Awards 2016 & Broke All Records Of Hotness!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দাবি করে থাকেন, গানই না কি তাঁর প্রথম প্রেম। তাই কেরিয়ারের প্রথমটায় অভিনয় নিয়ে এগোলেও পরে সুরের হাত ধরতে দেরি করেননি।
তবে, ইদানীং ফের গানকে ভুলে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমরাও হয়তো ভুলতে বসেছিলাম গানের দুনিয়ার সঙ্গে তাঁর যোগাযোগের কথাটা!
মনে পড়ে গেল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড-এর গোলাপি গালিচায় প্রিয়াঙ্কা চোপড়াকে ঝড় তুলতে দেখে।


আসলে, এখন তো সবারই নজর কান চলচ্চিত্র উৎসবের দিকে। সবাই দেখছেন, কানের লাল গালিচায় ফ্যাশন নিয়ে কেমন নজির গড়ছেন ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুরের মতো বলিউডের নায়িকারা। সেই দিক থেকে সরে এসেই কিন্তু ব্যতিক্রমী নজির গড়লেন প্রিয়াঙ্কা। বেছে নিলেন, সুরের জগতের গোলাপি গালিচাকে।
সেখানে তিনি কী নজির গড়লেন? নজির গড়লেন সৌন্দর্য, ব্যক্তিত্ব, রুচি আর ফ্যাশনের!


দেখতেই তো পাচ্ছেন নীল গাউনে নায়িকার ছবিগুলো! কেমন সুন্দর করে তিনি নায়িকাসুলভ আভিজাত্য বজায় রেখেই পোশাক নির্বাচন করেছেন, দেখছেন তো?
কান-এ কিন্তু নায়িকাদের পোশাক, ঠোঁটের রং নিয়ে হুলুস্থুলু আর সমালোচনা চলছেই!
তা, ফ্যাশনে না হয় নজির গড়লেনই প্রিয়াঙ্কা। তাঁর ব্যবহারেও মুগ্ধ হল বিদেশি সঙ্গীত-জগৎ।
কিন্তু, ফের কবে গান গাইবেন তিনি?


এটার উত্তর আপাতত নায়িকার নিজেরও জানা নেই। জিজ্ঞেস করলেই মুখ গোমড়া করে ভেসে আসছে একটাই জবাব- ”আমি খুব খারাপ মা! নিজের সন্তানকে একটুও সময় দিই না!”
মা?
হ্যাঁ! তাই তো! গানকে যে নিজের সন্তান হিসেবেই দাবি করেন প্রিয়াঙ্কা। অভিনয়টাকে নয়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে